ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ীর ভবদিয়ায় ডাঃ আবুল হোসেনের দাফন ১৪ই জানুয়ারী
  • সুজন বিষ্ণু
  • ২০২৪-০১-০৯ ১৪:০৫:১১

 রাজবাড়ী জেলার শিক্ষানুরাগী-দানবীর ও ডাঃ আবুল হোসেন কলেজের প্রতিষ্ঠাতা ডাঃ আবুল হোসেনের জানাযা নামাজ আগামী ১৪ই জানুয়ারী অনুষ্ঠিত হবে। এরপর রাজবাড়ী সদর উপজেলার ভবদিয়ায় পারিবারিক কবর স্থানে দাফন সম্পূন্ন করা হবে।

 ডাঃ আবুল হোসেন গত ২৪শে ডিসেম্বর বাংলাদেশ সময় দুপুর ২টায় ও লন্ডন সময় সকাল ৯টায় লন্ডনের অ্যাবসক্রস নার্সিং হোমে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯৬ বছর।

 ডাঃ আবুল হোসেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চৌধুরী আহসানুল করিম হিটু জানান, ডাঃ আবুল হোসেনের মরদেহ লন্ডন থেকে বিমান যোগে আগামী ১৩ই জানুয়ারী শনিবার দুপুরে ঢাকাতে পৌছানোর কথা রয়েছে। তারপর সেখান থেকে মরদেহটি সর্বপ্রথম রাজবাড়ী শহরের সজ্জনকান্দায় অবস্থিত তাঁর প্রতিষ্ঠিত কলেজে নেয়া হবে। এর পরদিন ১৪ই জানুয়ারী রবিবার সকাল সাড়ে ১০টায় আবুল হোসেন কলেজ মাঠে প্রথম জানাযা ও দুপুর ২টায় সদর উপজেলার ভবদিয়া আব্দুল করিম উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাযা নামাজ অনুষ্ঠিত হবে। জানাযা শেষে ভবদিয়া পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে। পরদিন ১৫ই জানুয়ারী সোমবার দুপুরে বাদ জোহর ডাঃ আবুল হোসেন কলেজ মাঠে দোয়া অনুষ্ঠিত হবে। 

 জানা গেছে, রাজবাড়ী শহরের ঐতিহ্যবাহী ডাঃ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। তাঁর জন্ম রাজবাড়ী সদর উপজেলার ভবদিয়া গ্রামে। ভবদিয়া গ্রামের মরহুম আলহাজ্ব এমএ করিমের এক ছেলে ও দুই মেয়ের মধ্যে সবার বড় ছিলেন ডাঃ আবুল হোসেন। গত ৫০ বছরেরও বেশি সময় যাবৎ লন্ডনে বসবাস করছেন তিনি। ব্যক্তিগত উদ্যোগে সাধারণ মানুষের জন্য ভবদিয়া গ্রাম ও রাজবাড়ী শহরে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, শিশু সদন, ঈদগাহ, কবরস্থান, জাদুঘর, স্পোটর্স একাডেমি, ছাত্রী হোস্টেলসহ নানা স্থাপনা প্রতিষ্ঠা করেছেন তিনি। 

 ডাঃ আবুল হোসেন ৬০-এর দশকের প্রথমদিকে তৎকালীন পূর্ব পাকিস্তানের ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে রাজবাড়ীতে ফিরে চার বছর গ্রামের মানুষকে চিকিৎসা সেবা প্রদান করেন। ১৯৬৫ সালে উচ্চ শিক্ষার্থে লন্ডনে পাড়ি জমান তিনি। সেখানে অধ্যয়নকালে এমআরসিপি, এফআরসিপিসহ বিভিন্ন ডিগ্রী অর্জন করেন এবং সেখানে বার্নস্লে ডিস্ট্রিট জেনারেল হাসপাতালে রিওম্যাটোলজিস্ট(বাথজ্বর) কনসালটেন্ট পদে ৬০ বছর বয়স পর্যন্ত চাকরি করে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন তিনি।

 ভবদিয়া গ্রামের বাড়িতে বাবার নামে এম এ করিম উচ্চ বিদ্যালয় ও এতিমখানা স্থাপনের মাধ্যমে কার্যক্রম শুরু করেন তিনি। পরবর্তীতে রাজবাড়ী শহরে ডাঃ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেন। সেখানে বর্তমানে ৮টি বিষয়ে অনার্সসহ ডিগ্রী ও উচ্চ মাধ্যমিকে ৩হাজারেরও বেশি শিক্ষার্থী পড়াশুনা করছে। শিক্ষকের সংখ্যাও ৬০জনেরও বেশি।

 ডাঃ আবুল হোসেন ব্যক্তিগত উদ্যোগে ভবদিয়া গ্রামের বাড়িতে নিজস্ব সম্পত্তিতে একটি জাদুঘর নির্মাণ করেছেন। বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণের সময় কেনা ৫শতাধিক আইটেম স্থান পেয়েছে জাদুঘরটিতে। এছাড়াও দেশ বিদেশের কবি, সাহিত্যিক, রাজা-রাণী, রাজনীতিবিদ, গ্রামীণ ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি সবই পরিচিতিসহ ঠাঁই পেয়েছে এ জাদুঘরে। ব্যক্তিগত পর্যায়ের এ জাদুঘরে ৫ টাকায় নামমাত্র মূল্যে টিকেট কেটে প্রতিদিন শতাধিক দর্শক আসেন। 

 পৈত্রিক নিবাস ভবদিয়া ও রাজবাড়ীতে তার ব্যক্তিগত উদ্যোগে এম এ করিম উচ্চ বিদ্যালয়, এম এ করিম শিশু সদন ও এবতেদায়ী মাদ্রাসা, দাবা ক্লাব, আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ, আবুল হোসেন ফুটবল একাডেমি, আবুল হোসেন ক্লাব অ্যান্ড কমিউনিটি সেন্টার, নুরজাহান প্রাইমারী স্কুল ইত্যাদি গড়ে তুলেছেন তিনি। এছাড়াও তিনি একটি ট্রাস্ট গঠন করে তার সম্পত্তি দান করে দিয়েছেন।

 

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ