রাজবাড়ী-২ আসন(পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলা) থেকে ৫বারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের মন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার খবরে রাজবাড়ী ও পাংশা শহরসহ জেলার প্রত্যন্ত অঞ্চলে উৎসবের আমেজ বিরাজ করছে।
গতকাল ১০ই জানুয়ারী সন্ধ্যার পর থেকে রাতে পাংশা শহর আতশবাজি ফুটিয়ে উৎসব করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দলীয় নেতাকর্মী ও বিভিন্ন পেশাজীবী মানুষ বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের মন্ত্রী হওয়ার খবরে তাকে অভিনন্দন জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের নির্বাচনী গণসংযোগ ও প্রচার-প্রচারণার সময় বিপুল ভোটে নৌকা জয়যুক্ত করে রাজবাড়ী-২ আসনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিলে বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমকে মন্ত্রী হিসেবে পাওয়ার আশাবাদ ব্যক্ত করে আসছিলেন নেতাকর্মীরা।
উল্লেখ্য, জাতীয় সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম সর্বপ্রথম রাজবাড়ী জেলা থেকে পূর্ণ মন্ত্রী হলেন।