গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনিযুক্ত মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের ৩জন সৎ সরকার প্রধানের মধ্যে একজন। তাঁর নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে দূর্বার গতিতে এগিয়ে চলেছে। অব্যাহত এই গতিতে ২০৪১ সালের মধ্যে দেশ উন্নত সমৃদ্ধশালি ও স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হওয়ায় গত শনিবার বিকেলে শহরের মুজিব সড়কের ইমাম উদ্দিন আহমেদ স্কয়ারে ফরিদপুর জেলা আওয়ামীলীগ আয়োজিত তাঁকে দেয়া গণসংবর্ধানা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এবং মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী আব্দুর রহমান এসব কথা বলেন।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে কেন্দ্রীয় আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, সহ-সভাপতি শ্যামল ব্যানার্জী, যুগ্ম-সম্পাদক ও পৌর মেয়র অমিতাভ বোস, বেগম ঝর্না হাসান, দপ্তর সম্পাদক আলী আশরাফ পিয়ার, শ্রমিক লীগের সভাপতি গোলাম মোঃ নাছির, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী মাহমুদা বেগম, ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ রিয়ানসহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শুরুতে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানকে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।