ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ীতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
  • মীর সামসুজ্জামান
  • ২০২৪-০১-২২ ১৪:০১:২২

রাজবাড়ী সদর উপজেলার আয়োজনে দুই দিনব্যাপী ৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া প্রতিয়োগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল ২২শে জানুয়ারী বিকেলে রাজবাড়ী শহরের কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। 

 রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) মোঃ রকিবুল হাসান পিয়ালের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মধুসুদন সাহা ও সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিয়াদত আলী টগর বক্তব্য রাখেন।

 এ সময় রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাস, রাজা সূর্য কুমার ইনিস্টিউটের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক, ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসেন, আলাদীপুর উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ভবেশ চন্দ্র দাস, মাটিপাড়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক নিরাপদ দাসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষকগণ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 দুই দিনব্যাপী শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় রাজবাড়ী সদর উপজেলার ৪২টি মাধ্যমিক বিদ্যালয়, ১৯টি মাদ্রাসা ও ২টি কারিগরি স্কুলসহ মোট  ৬৩টি প্রতিষ্ঠানের অংশগ্রহণ করবে। প্রতিযোগিতায় বালক ও বালিকা ৪৬টি ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন অতিথিরা।

 
কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ