রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কসবামাজাইল ইউপির সুবর্ণকোলা মাঠে গত ২২শে জানুয়ারী বিকালে মেহগনি বাগানের গাছ কেটে জমি জবর দখলের নিষেধ করায় প্রতিপক্ষের লোকজন আমিরুল ইসলাম(৪০) নামের এক ব্যক্তিকে মারপিঠ করে।
মারপিটের শিকার আমিরুল ইসলাম ভাতশালা গ্রামের একটি মসজিদের মুয়াজ্জিন। তিনি কেওয়াগ্রাম মহত পাড়ার মৃত শুকুর মাহমুদ মন্ডলের পুত্র। তাকে কুষ্টিয়া জেলার খোকসা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত মুয়াজ্জিন আমিরুল ইসলামের জ্যেষ্ঠ সহোদর ভাই গোলাম সরোয়ার জানান, প্রতিপক্ষ নায়েব আলীর বাড়ীর পেছনে পুকুরের পাশে তাদের দুই ভায়ের মালিকানাধীন ৩৪ শতাংশ জমিতে একটি মেহগনি বাগান রয়েছে। গত ২২শে জানুয়ারী বিকাল ৩টার দিকে নায়েব আলী তার সহযোগিদের সাথে নিয়ে মেহগনি বাগানের প্রায় ৪শতাংশ জমি জবর দখল করে নেয়। জবর দখলকৃত জায়গায় রোপিত কয়েকটি মেহগনি ও সুপারি গাছ কেটে ক্ষতিসাধন করে নায়েব আলী ও তার সহযোগিরা। নায়েব আলী জবর দখলকৃত জায়গায় মাটি ফেলে পুকুরের চালা বর্ধিত করেছে। জবর দখলের সময় নিষেধ করলে প্রতিপক্ষের নায়েব আলীসহ তার অনুসারী লোকজন আমিরুল ইসলামকে গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা প্রচেষ্টাসহ বেধরক মারপিট করে অজ্ঞান করে ঘটনাস্থলে ফেলে রাখে। প্রতিবেশীদের নিকট থেকে খবর পেয়ে বাড়ী থেকে প্রায় আধা কিলোমিটার দূরে সুবর্ণকোলা মাঠের ঘটনাস্থল থেকে অজ্ঞান অবস্থায় আমিরুল ইসলামকে উদ্ধার করে খোকসা হাসপাতালে ভর্তি করে পরিবারের লোকজন। খোকসা হাসপাতালে আমিরুল ইসলাম চিকিৎসাধীন আছেন। চিকিৎসায় তার জ্ঞান ফিরেছে এবং তিনি সুস্থ্য হয়ে উঠছেন।
এ বিষয়ে আইনগত প্রতিকার প্রত্যাশা করে ক্ষতিগ্রস্ত পরিবারের গোলাম সরোয়ার আরো বলেন, গ্রামের মক্কেল মাতুব্বর ও মেম্বার-চেয়ারম্যানদের উপস্থিতিতে ভূমি অফিসের সার্ভেয়ার দিয়ে জমির সীমানা মাপ জোক করলে নায়েব আলীর জবর দখল প্রমাণিত হবে।
জবর দখলের বিষয়ে সরাসরি নায়েব আলীর বক্তব্য পাওয়া যায় নি। তবে তার পরিবারের লোকজন জানায়, জমি আমিন দিয়ে মাপার সময় গোলাম সরোয়ারকে খবর দিলে তিনি আসেন নাই।