ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ীতে অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির সাধারণ সভা
  • মীর সামসুজ্জামান
  • ২০২৪-০১-২৫ ১৪:২৮:৪৭

অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতি রাজবাড়ীর সাধারণ পরিষদের বার্ষিক সাধারণ সভা গতকাল ২৫শে জানুয়ারী সকাল ১০টায় কালেক্টরেটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

 সাধারণ সভা পরিচালনা করেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ মোরশেদা খাতুন।

 এ সময় রাজবাড়ী জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, জেলা কারাগারের জেলার মোহাম্মদ আব্দুর রহিম, পাংশা উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রবিউল ইসলাম, কালুখালী উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাজমুল হাসান, গোয়ালন্দ উপজেলা সমাজসেবা অফিসার রুহুল আমীন, বালিয়াকান্দি উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মেহফুজুর রহমান, শহর সমাজসেবা অফিসার মিজানুর রহমান, এনজিও রাসের নির্বাহী পরিচালক লুৎফর রহমান বাবু, এনজিও সেবার অগ্রদূত রাজবাড়ীর নির্বাহী পরিচালক মোঃ মাহবুবুর রহমান, ভিপিকেএ ফাউন্ডেশনের নির্বাহী হাফিজ আল আসাদ, গ্রামীণ আর্থ সামাজিক উন্নয়ন সংস্থার শামসুন্নাহার চৌধুরী, এনজিও সংস্থা নাসার নির্বাহী পরিচালক মনিরুজ্জামান খান সোহেলসহ বিভিন্ন এনজিও সংস্থার প্রধান ও সদস্যরা উপস্থিত ছিলেন।

 সভায় সমাজসেবা অফিসার ও এনজিও কর্মীরা মুক্ত আলোচনা করেন। এছাড়াও রাজবাড়ী কারাগারের বন্দীদের বিভিন্ন সুযোগ সুবিধা কিভাবে বাড়ানো যায় সেই সম্পর্কে আলোচনা করা হয়।

 সভা শেষে অপরাধ সংশোধন ও পুনর্বাসন সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

 
কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ