ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ঢাকা বিভাগের ফাইনালে রাজবাড়ীর গোদার বাজার স্কুল চ্যাম্পিয়ন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-০১-২৮ ১৪:০৫:৫৪

 গোপালগঞ্জে গতকাল ২৮শে জানুয়ারী বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ঢাকা বিভাগীয় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। 

 খেলায় বঙ্গবন্ধু গোন্ডকাপ ফুটবলে বালক বিভাগে রাজবাড়ী শহরের ১নং গোদার বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের বালিকা বিভাগে কিশোরগঞ্জ সদর উপজেলার সেওড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।

 গতকাল ২৮শে জানুয়ারী সকাল সাড়ে ১১টায় গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ঢাকা বিভাগীয় ফাইনাল খেলার উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ।

 এ সময় ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম, গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান, গোপালগঞ্জের পুলিশ সুপার আল বেলী-আফিফা, গোপালগঞ্জে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, রাজবাড়ী সদর উপজেলার নির্বাহী অফিসার শোভন রাংসা, রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু ও রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মন্ডলসহ অনান্যরা উপস্থিত ছিলেন।

 দিনের প্রথম খেলায় বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালিকা বিভাগে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ৫নং চুমুরদী সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ৬-০ গোলে হারিয়ে কিশোরগঞ্জ সদর উপজেলার সেওড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।

 দিনের অপর খেলায় বঙ্গবন্ধু গোন্ডকাপ ফুটবলে বালক বিভাগে রাজবাড়ী শহরের ১নং গোদার বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় ৩-১ গোলে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে বিভাগীয় চ্যাম্পিয়ন হয়।

 খেলা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন, রানারআপ, সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

 
রাজবাড়ীতে জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা
রাজবাড়ী সফরে নির্বাচন কমিশনার মোঃ আলমগীর
রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ে রাজস্ব সম্মেলনসহ কয়েকটি সভা
সর্বশেষ সংবাদ