‘যখন সুখে থাক তখন স্বর্গ, যখন দুঃখে থাক তখন নরক’ এই শ্লোগান নিয়ে প্রতি বছরের ন্যায় এবারও প্রকাশিত হলো পারিবারিক পত্রিকা ‘ছায়া’ এর ১১তম-২০২৪ সংখ্যা।
গত ২৭শে জানুয়ারী গোয়ালন্দে প্রয়াত ছাদেক আলী মন্ডল ও বেগম নূরজাহান আলীর প্রয়াণ স্মরণে দিনব্যাপী আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান শেষে পত্রিকাটির মোড়ক উম্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে কৃষি মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত পরিচালক(প্রশাসন ও অর্থ) ঢাকা খামার বাড়ির মোঃ ওমর আলী শেখ বক্তব্য রাখেন।
সাদেকাবাদ কল্যাণ ট্রাস্টের সভাপতি মুহম্মদ জাহাঙ্গীর হোসেন সাচ্চুর সভাপতিত্বে আলোচনা সভায় সাদেকাবাদ জনকল্যাণ ট্রাস্টের সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন সাচ্চু, প্রথম আলো ঢাকা মহানগর এর সভাপতি সাইদুল হাসান, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ এর প্রভাষক মোঃ মোসাদ্দেক হোসেন, চিকিৎসক রুমানা জাহান, প্রথম আলো গোয়ালন্দ প্রতিনিধি রাশেদুল হক রায়হান, বেসরকারি উন্নয়ন সংস্থা আশা পাঁচুরিয়া শাখার ব্যবস্থাপক আবুল কালাম আজাদ, কিশোরগঞ্জের অষ্ট্রগাম উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মুহাম্মদ আল-জুবাইর প্রমূখ উপস্থিত ছিলেন।
আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মন্ডল।
পত্রিকাটির সম্পাদক প্রথম আলো ঢাকা মহানগর এর সভাপতি সাইদুল হাসান এর সম্পাদিত পত্রিকাটির একটি করে কপি আমন্ত্রিত অতিথিবৃন্দের হাতে তুলে দেওয়া হয়।