ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ীতে মিষ্টান্ন ভান্ডার ও ফার্মেসীকে ভোক্তার জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-০১-২৯ ১৪:৫১:২৫

 রাজবাড়ী শহরের দুইটি মিষ্টান্ন ভান্ডার ও ১টি ফার্মেসীকে গতকাল ২৯শে জানুয়ারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযানে ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রফিকুল হাসান এ তথ্য জানান।

 জানা গেছে, রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর ভাজনবাড়ী এলাকার গাউছিয়া মিষ্টান্ন ভান্ডারকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে ৩হাজার টাকা, পাল মিষ্টান্ন ভান্ডারকে খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ করার অপরাধে ৫হাজার টাকা, ইয়াছিন স্কুল মার্কেটের মেসার্স নিরাময় মেডিকেল হলকে প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি বা সরবরাহ না করার অপরাধে ২হাজার টাকা জরিমানা করা হয়। 

 বাজার তদারকি কার্যক্রম পরিচালনাকালে নিষিদ্ধ পণ্যের উৎপাদন ও বিক্রিরোধ, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ রোধসহ, মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং অননুমোদিত ও অবৈধ পণ্য বিক্রি না করাসহ ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রি না করার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়।

 

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ