ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
রাজবাড়ীতে ৩দিন ব্যাপী জাতীয় পিঠা উৎসব শুরু
  • মীর সামসুজ্জামান সৌরভ/সুজন বিষ্ণু
  • ২০২৪-০১-৩১ ১৪:২৩:১৫

 মাছে ভাতে বাঙালি, ঐতিহ্যমন্ডিত পিঠাপুলি, রন্ধন আর পিঠার বাহারে শিল্পী আছে ঘরে ঘরে’-এই প্রতিপাদ্যেকে সামনে রেখে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ পিঠা নিয়ে গতকাল বুধবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় পিঠা উৎসব-২০২৪।

 গতকাল ৩১শে জানুয়ারী বিকাল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় শিল্পকলা একাডেমির বাউলকুঞ্জের সামনে ৬৪ জেলায় একযোগে বেলুন উড়িয়ে পিঠা উৎসবের শুভ উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোঃ মাহবুব হোসেন।

 রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে তিন দিনব্যাপী পিঠা উৎসবে জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু কায়সার খান। 

 এ সময় অতিথি হিসেবে রাজবাড়ী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক আসীম কুমার পাল, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মনির, এনজিও কর্মী লুৎফর রহমান লাবুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রবন্ধ পাঠ করেন মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি কবি সালাম তসির। উদ্বোধনী অনুষ্ঠানের পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। 

 সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে জেলা প্রশাসকসহ অন্যান্য অতিথিরা উৎসবস্থলে আয়োজিত মেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

 পিঠা উৎসব দেখতে আসা কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সাধারণত পৌষ মাসে পিঠা উৎসব হয়ে থাকে। তবে শীত মানেই বাড়িতে বাড়িতে পিঠা উৎসব। যদিও এখন আর গ্রাম ছাড়া শহরে পিঠা দেখা যায় না। খাওয়াতো অনেকে দূরে, অনেক পিঠার নামও এখন মনে পড়ে না। এখন শহরের মানুষের একমাত্র ভরসা রাস্তার পাশে বানানো চিতই আর ভাপা পিঠা। মফস্বল শহরেও একই অবস্থা।

 সরকারী পৃষ্ঠপোষকতায় আয়োজিত পিঠা উৎসব প্রশংসনীয়। কুয়াশা ঘেরা বিকেলে পিঠা উৎসবটি আনন্দদায়ক ছিল বলে জানান স্থানীয়রা। শেষে উৎসবস্থলে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, শীত মৌসুমে হরেক স্বাদের পিঠা-ফুলির আয়োজন বাঙালি লোকজ সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। দেশীয় এ ঐতিহ্যকে লালন করার উদ্দেশ্যে সারাদেশের ন্যায় রাজবাড়ীতেও সাংস্কৃতিক মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় আড়ম্বর পরিসরে পিঠা উৎসবের আয়োজন করা হয়। এ উৎসবে সবাইকে আসার আমন্ত্রন জানিয়ে দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে লালন সহ এর সমৃদ্ধিতে সকলের অংশগ্রহণ কামনা করেন জেলা প্রশাসক আবু কায়সার খান।

 পিঠাকে আরো প্রসারিত ও জনপ্রিয় করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি দেশের ৬৪ জেলায় জাতীয় পিঠা উৎসবের আয়োজন করেছে।

 সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ৩১শে জানুয়ারী থেকে ২রা ফেব্রুয়ারী পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় পিঠা শিল্পীরা এই পিঠা উৎসবে অংশগ্রহণ করছে। রাজবাড়ীতে পিঠা উৎসবে ৭টি স্টল স্থান পেয়েছে।

 
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ