খ রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের বার্ষিক নির্বাচন-২০২৪ গতকাল ৩১শে জানুয়ারী অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাধারণ আইনজীবী পরিষদসহ সমমনা আইনজীবীদের সমন্বয়ে গঠিত সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি প্রার্থী খন্দকার হাবিবুর রহমান বাচ্চু ১১২ ভোট এবং একই প্যানেল থেকে মোঃ আব্দুর রাজ্জাক-২ ১৩১ ভোট পেয়ে সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গতকাল ৩১শে জানুয়ারী সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে আইনজীবী সমিতির মূল ভবনের ৩য় তলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর রাতে ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী এডঃ অশোক কুমার সাহা।
জানা গেছে, নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ এবং সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ থেকে ২২জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করে। এর মধ্যে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ আওয়ামী লীগের প্যানেল এবং সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ জাতীয় পার্টি, বিএনপি, বামপন্থী অন্যান্য দল নিয়ে প্যানেল করে নির্বাচনে অংশগ্রহণ করে। জেলা বারের মোট ২১৩ জন ভোটারের মধ্যে ২১১জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
জানা গেছে, নির্বাচনে সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ থেকে সভাপতি পদে খন্দকার হাবিবুর রহমান বাচ্চু ১১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে মোঃ আনিছুর রহমান ৯৬ ভোট পেয়েছেন।
সহ-সভাপতি পদে সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ থেকে মোঃ আবুল হোসেন মোল্লা ১১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে গৌতম কুমার বসু ৮৮ ভোট পেয়েছেন।
সম্পাদক পদে সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ থেকে মোঃ আব্দুর রাজ্জাক-২ ১৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মোস্তফা কবীর ৭৬ ভোট পেয়েছেন।
সহ-সম্পাদক পদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ২জনই বিজয়ী হয়েছেন। এর মধ্যে জাহিদ উদ্দিন মোল্লা ১১৫ ভোট ও মোহাম্মদ তসলিম আহমেদ(তপন) ১০৪ পেয়ে বিজয়ী হয়েছেন।
অপরদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদের মোঃ আশরাফুল হাসান আশা ৯৯ ভোট ও মোঃ আরব আলী ৮২ ভোট পেয়েছেন।
ক্রীড়া সম্পাদক পদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের বিপ্লব কুমার রায় ১০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রার্থী সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদের আহমেদ আলী মৃধা(বাটু) ৯২ ভোট পেয়েছেন।
সদস্য পদে ৫জনের মধ্যে ৪জনই সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ থেকে বিজয়ী হয়েছেন। একজন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে বিজয়ী হয়েছে।
সদস্য পদে বিজয়ীরা হলেন সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদের মোঃ ফিরোজ উদ্দিন(১২২ ভোট), মোঃ সিদ্দিকুর রহমান(১১৮), এম এম শাহরিয়ার জামান রাজিব(১১৮), মোঃ জিয়াউর রহমান(১১৬) এবং সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের শামীমা ইসলাম সোনীয়া ৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
পরাজিতদের মধ্যে সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদের মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক ৭৭ ভোট, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে অনুপ কুমার দাস ৮৭ ভোট, খন্দকার ছানোয়ার হোসেন ৯৪ ভোট, সম্রাট খান ৭৮ ভোট, মোঃ সাফিউল রেজা তপন ৯২ ভোট পেয়ে পরাজিত হন।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাধারণ আইনজীবী পরিষদসহ সমমনা আইনজীবীদের সমন্বয়ে গঠিত সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি’র রাজবাড়ী জেলার আহবায়ক এডঃ লিয়াকত আলী সকলকে অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য, সভাপতি পদে বিজয়ী খন্দকার হাবিবুর রহমান বাচ্চু রাজবাড়ী জেলা জাতীয় পার্টির সভাপতি। তিনি গত ৭ই জানুয়ারী অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ১হাজার ৬১৮ ভোট পেয়ে পরাজিত হন।