ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
আলীপুর ইউপির ১ম চেয়ারম্যান আজাহার আলী শেখের ১৩তম মৃত্যু বার্ষিকী আজ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-০২-০১ ১৪:১৯:৪৪

 আজ ২রা ফেব্রুয়ারী রাজবাড়ী সদর উপজেলায় ১৯৭৩ সালে নবগঠিত আলীপুর ইউনিয়ন পরিষদ প্রথম চেয়ারম্যান মরহুম মোঃ আজাহার আলী শেখের ১৩তম মৃত্যু বার্ষিকী। 

 এ উপলক্ষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে মরহুমের পরিবারবর্গ।  

 জানা গেছে, মরহুম আজাহার আলী শেখ ১৯৭৩ সালে নবগঠিত আলীপুর ইউনিয়ন পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তিনি গত ২০১১ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন। মরহুম মোঃ আজাহার আলী শেখ পরপর তিন বার নির্বাচিত নবগঠিত আলীপুর ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সময় হতে প্রায় আজীবন আলীপুর ইউনিয়ন শাখারও সভাপতি ছিলেন। যিনি ছিলেন বিনয়ী, সহজ সরল, নিরহংকারী, সাধারণ জীবন যাপনে অভস্থ্য একজন নির্লোভ মানুষ। ছোট কিংবা বড় সকলের সাথে তাঁর ছিল নিবিড় শ্রদ্ধা এবং ভালবাসা। 

 মরহুম আজাহার আলী শেখের ছেলে রাজবাড়ী জেলা যুবলীগের সভাপতি ও আলীপুর ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ শওকত হাসান বলেন, ১৯৭৩ সালে নবগঠিত হয় আলীপুর ইউনিয়ন পরিষদ। অত্র ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়ে আলীপুর ইউনিয়নবাসীর কান্না হাসিকে সংগে নিয়ে মানুষের ভাগ্যান্নয়নে নিরলস পরিশ্রম করে মানুষের মনে দারুণ ভাবে জায়গা করে নিয়েছিলেন তিনি। আলীপুরের প্রায় সকল প্রতিষ্ঠান ও রাস্তা- ঘাট বিনির্মাণে তিনি ছিলেন শ্রেষ্ঠ কারিগর। 

 আলীপুর আর বাবা আমার নিকটে অন্যরকম অনুভূতির নাম। ভাষা, কথা, আবেগ কোন কিছু দিয়েই আমি বুঝাতে পারবো না। সকলে আমার বাবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন।

 

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ