ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ী শিল্পকলা একাডেমিতে ৩দিনের পিঠা উৎসবের সমাপনী
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-০২-০২ ১৪:১২:০৮

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় রাজবাড়ীতে গতকাল ২রা ফেব্রুয়ারী সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে তিন দিনব্যাপী জাতীয় পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান পুরস্কার বিতরণের মাধ্যমে সমাপ্ত হয়েছে।

 রাজবাড়ী জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাশের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রাজবাড়ীর স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোঃ আসাদুজ্জামান। 

 এ সময় মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি কবি সালাম তাসির, নাট্যকর্মী অজয় দাস, কবি খোকন মাহমুদ ও কবি শম রশীদ কামালসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 জানা গেছে, জাতীয় পিঠা উৎসবে রাজবাড়ীতে প্রথম স্থান অধিকার করে ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন হরেক সদাই ষ্টলের পিঠা শিল্পী মুনিয়া আফরিন। এছাড়া দ্বিতীয় স্থান অধিকার করেন হিরালাল মিষ্টান্ন ভান্ডারের পিঠা শিল্পী সুলতা মজুমদার ও তৃতীয় স্থান অধিকার করেন রাজবাড়ী ফুড হোম ডেলিভারি’র পিঠা শিল্পী সেলিনা আক্তার। 

 সমাপনী অনুষ্ঠানে পিঠা উৎসবে অংশগ্রহণ করা ৮টি স্টলের মধ্যে তিনটি স্টলের উদ্যোক্তাদের হাতে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। 

 এছাড়া পিঠা উৎসবে অংশগ্রহণকারী সকল পিঠা শিল্পীকে সনদপত্র প্রদান করা হয়। পুরস্কার বিতরণের আগে লোকগানের সঙ্গে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিশুরা নৃত্য পরিবেশন করে।

 অনুষ্ঠানের প্রধান অতিথি রাজবাড়ীর স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক আসাদুজ্জামান রিপন বলেন, পিঠা উৎসব অত্যন্ত চমৎকার একটি আয়োজন। নতুন প্রজন্ম এ পিঠা উৎসব থেকে অনেক কিছু শিখতে পারবে। উদ্যোক্তা হওয়া অনেক চ্যালেঞ্জিং ব্যাপার। গ্রামীণ বাংলার আরো অনেক পিঠা রয়েছে, সেগুলো খুঁজে খুঁজে বের করে নতুন প্রজন্মের কাছে পরিচয় করে দিতে হবে।

 
কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ