ঢাকা শনিবার, জুলাই ২৭, ২০২৪
পাংশায় মরহুম আবুল মাহমুদ স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন
  • মোক্তার হোসেন
  • ২০২৪-০২-০৯ ১৪:৩৬:৪৮

রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম এমপি গতকাল ৯ই ফেব্রুয়ারী সকালে পাংশা সরকারী কলেজ মাঠে তার পিতার নামের মরহুম আবুল মাহমুদ স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করেন।

 পিতা মরহুম আবুল মাহমুদ একজন সমাজসেবক, শিক্ষা ও ক্রীড়া অনুরাগী ছিলেন বলে স্মৃতিচারণ করেন রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম এমপি। তিনি টুর্নামেন্টের সফলতা কামনা করে পৃষ্ঠপোষকতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

 প্রধান অতিথি রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম এমপি জার্সি উদ্বোধন এবং বেলুন উড়িয়ে টুর্নামেন্ট উদ্বোধন করেন।

 পাংশার এসিল্যান্ড ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুর রহমান রুবেলের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলিউজ্জামান চৌধুরী টিটো, পাংশা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ক্যাপ্টেন মোঃ ইয়ামিন আলী, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, পাংশা পৌরসভার মেয়র মোঃ ওয়াজেদ আলী মাস্টার, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) স্বপন কুমার মজুমদার, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বিশিষ্ট শিল্পপতি শামসুল আলম মৃধা ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মন্ডল প্রমূখ উপস্থিত ছিলেন।

 গতকাল শুক্রবার উদ্বোধনী দিনে ডিএসএ পাকশী রেলওয়ে ক্রিকেট একাদশ ও রাজবাড়ী জেলা ক্রিকেট একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। ১৮ রানে রাজবাড়ী জেলা ক্রিকেট একাদশ বিজয় লাভ করে। রাজবাড়ী জেলা ক্রিকেট একাদশ ২১৯ রান করে। জবাবে ডিএসএ পাকশী রেলওয়ে ক্রিকেট একাদশ ২০১ রান করে। পাংশা উপজেলা ক্রীড়া সংস্থা এ টুর্নামেন্টের আয়োজন করে।

 
মাছপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন নতুন তারিখ ঘোষণা হয়নি
বসন্তপুরে এক বাড়ীতে ৩টি গরু চুরি॥গোয়াল ঘরে রেখে গেছে ছবি ও ঠিকানাসহ মানিব্যাগ
 অস্তিত্ব সংকটে বালিয়াকান্দি উপজেলার পৌণে চারশত বছরের নলিয়ার জোড় বাংলা মন্দির!
সর্বশেষ সংবাদ