ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ॥সাংস্কৃতিক অনুষ্ঠান
  • মাহফুজুর রহমান
  • ২০২৪-০২-১০ ১৪:২৬:২৭

 রাজবাড়ী শহরের শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে গতকাল ১০ই ফেব্রুয়ারী দুই দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

 অনুষ্ঠানে শুরুতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের বরণ নৃত্যের মধ্যে দিয়ে অতিথিদের মঞ্চে বরণ করে নেয়া হয়। পরে অতিথিদের ফুলের শুভেচ্ছা ও ব্যাচ পড়িয়ে দেয়া হয়। 

 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সূবর্ণা রাণী সাহা বক্তব্য রাখেন।

 বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য আব্দুর রহিম সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী সদর উপজেলা পরিষদের(ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃ রকিবুল হাসান পিয়াল, সহকারী জেলা শিক্ষা অফিসার শামসুন্নাহার চৌধুরী, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মধূ সূদন সাহা, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মোঃ জহুরুল হক ও দাদশী ইউপি চেয়ারম্যান মোঃ দেলোয়ার শেখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম।

 এছাড়াও অন্যান্যদের মধ্যে রাজবাড়ী আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক তোহুরা আক্তার, শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তপন কুমার পাল, সহকারী শিক্ষক মোঃ হাফিজুর রহমান, সপ্তম শ্রেণীর ছাত্রী জান্নাতুল ফেরদৌস ঝুমা বক্তব্য রাখেন।

 বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর মল্লিকা হালদারের সঞ্চালনায় অনুষ্ঠান পুরস্কার বিতরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে উপস্থিত অতিথিবৃন্দরা। 

 বক্তব্য শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সূবর্ণা রাণী সাহা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

 প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সূবর্ণা রাণী সাহা বলেন, জীবন হচ্ছে অসম্ভব একটি সুন্দর। এই জীবনে কিছু অনাকাঙ্খিত ঘটনা থাকবে, কিছু দুঃখ থাকবে, কিছু হতাশা থাকবে। তাই বলে জীবন কেড়ে নেয়ার মতন কোন সিদ্ধান্ত নেয়া যাবে না। আমরা মেয়েরা একটুতেই ভেঙ্গে পড়ি, কষ্ট পাই। যা হয় এই পরীক্ষায় পাস করতে পারলাম না বা ওই ছেলেটা আমাকে ফিরিয়ে দিলো, মা বকা দিলো এই কারণে আমরা আত্মহত্যার মতো পথ বেছে নেই। এগুলো করা যাবে না। জীবনে হতাশা থাকবে, কষ্ট থাকবে এবং আনন্দও থাকবে। কাজল যদি কালো হয়েও চোখের সৌন্দর্য্য বৃদ্ধি করে, তাহলে জীবনের হতাশা এবং কষ্ট কেন জীবনকে সুন্দর করবে না। আমার মেয়েরা, তোমরা কখনই ছেলেদের চেয়ে ছোট মনে করবে না। আমরা মেয়েরা কেন জানি ভাবি, আমাদের শক্তি কম, কাজ কম করবো। বিশ্বাস করো, মেয়ের পেশীতে শক্তি কম থাকতে পারে কিন্তু মেধা বা প্রতিভা কম থাকে না। প্রতিভা হচ্ছে চর্চার বিষয়। তোমাদের মেধাকে যত বেশি চর্চা করবে, প্রতিভা তত বেশি শানিত হবে। ছেলে ও মেয়ের মাঝে কোন বিভেদ গড়বে না। নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে। জীবনের সকল চড়াই-উৎরাই পেড়িয়ে বাবা মায়ের পাশে দাড়াবে। বাবা মা যেন কখনই মনে না করে, আমার মেয়ে আমার বোঝা হচ্ছে। নিজের বইয়ের বোঝা নিজে বহন করবে। মা-বাবাকে বহন করতে দিবে না। এই ছোট ছোট বোঝা বহন করার মধ্য দিয়ে তোমার পরবর্তী চলার পথ মসৃণ হবে। সবশেষে একটি কথাই বলবো, বই এবং সৃষ্টি কর্তাকে ভালোবাসবে। অবসর সময়ে বই পড়বে। বই হচ্ছে তোমার নিরব সঙ্গী।

 

 

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ