রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপির সাথে গত ৯ই ফেব্রুয়ারী বিকালে রাজবাড়ী সার্কিট হাউজে বাংলাদেশ রেলওয়ে রাজশাহী পশ্চিম অঞ্চলের উর্দ্ধতন কর্মকর্তাগণ সাক্ষাৎ করেন। এ সময় রেলওয়ে রাজশাহী(পশ্চিম) এর মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদারসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। সভায় রাজবাড়ীতে রেলের বেদখল হওয়া জমি উদ্ধারসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।