ঢাকা বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪
পদ্মা নদীর একটি কাতল ৫৬ হাজার টাকায় বিক্রি
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-০২-১৬ ১৪:১৯:০৯

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরী ঘাটের মৎস্য আড়তে পদ্মা নদী থেকে ধরা একটি কাতল মাছ ৫৬ হাজার টাকায় বিক্রি হয়েছে। মাছটির ওজন ছিলো ২৬ কেজি ৭০০ গ্রাম।

 গতকাল ১৬ই ফেব্রুয়ারী সকালে দৌলতদিয়া ফেরী ঘাটের শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাজাহান শেখ মাছটি কুমারখালী হেলথকেয়ার কোম্পানীর মালিকের কাছে বিক্রি করেন। 

 জানা গেছে, পদ্মা নদীর মানিকগঞ্জের হরিরামপুর অংশ থেকে গত শুক্রবার রাতে জেলে বলরাম হালদারের জালে মাছটি ধরা পড়ে। পরে দৌলতদিয়া ৫ নম্বর ফেরী ঘাটের শাকিল সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাজাহান শেখের ২হাজার টাকা কেজি দরে ৫২ হাজার টাকা দিয়ে জেলে বলরাম হালদার কাজ থেকে কিনে নেয়।

 মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, সকালে জেলে বলরাম হালদার ২৬ কেজি ৭০০ গ্রাম ওজনের কাতল মাছ বিক্রির জন্য দৌলতদিয়া ৫ নম্বর ফেরী ঘাট নিয়ে আসলে ২ হাজার টাকা কেজি দরে ৫২ হাজার টাকায় মাছ কিনেছিলাম। পরে মোবাইলে যোগাযোগ করে ২হাজার ১০০ টাকা কেজি দরে ৫৬ হাজার টাকায় কুমারখালী হেলথকেয়ার কোম্পানীর মালিকের কাছে বিক্রি করে দিয়েছি। মাছটি বিক্রি করে আমার ভালোই লাভ হয়েছে।

 রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মশিউর রহমান বলেন, বর্তমানে পদ্মা নদীতে পানি কম। বিভিন্ন জায়গায় চর পরে মাছের আবাসস্থল কমে গেছে। পদ্মায় ইলিশের আকাল থাকলেও বড় বাগাইড়, চিতল, বোয়াল, কাতল, রুই, পাঙ্গাশসহ বিভিন্ন মাছ পাওয়া যাচ্ছে।

 
প্রতিবন্ধী সন্তান সমাজের বোঝা না; তাদেরকে সাথে নিয়েই আগামীর বাংলাদেশ গড়তে চাই-----জেলা প্রশাসক
 রাজবাড়ীতে টাস্কফোর্সের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা
 ভারত বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল গঠনমূলক সম্পর্ক চায় ঃ হাইকমিশনার
সর্বশেষ সংবাদ