ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
রাজবাড়ীর দুইটি বাজারে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-০২-২৫ ১৬:৪৩:২৭

 জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযানে রাজবাড়ী সদর উপজেলার কোলার হাট বাজার ও মূলঘর বাজারের দুই দোকানীকে ৭হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

 জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান এ অভিযান পরিচালনা করেন।

 জানা গেছে, রাজবাড়ী সদর উপজেলার কোলার হাট বাজারস্থ মেসার্স আল-আমিন স্টোর মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে ৫হাজার টাকা ও মূলঘর বাজারস্থ মোশাররফ স্টোরকে প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি বা সরবরাহ না করার অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয়। 

 এছাড়াও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে সর্বসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয় এবং নিত্য প্রয়োজনীয় পণ্য সরকার নির্ধারিত বিধির অধীন যথা নিয়মে ক্রয়-বিক্রি করার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীগণকে সতর্ক করা হয়। 

রাজবাড়ীতে জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা
রাজবাড়ী সফরে নির্বাচন কমিশনার মোঃ আলমগীর
রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ে রাজস্ব সম্মেলনসহ কয়েকটি সভা
সর্বশেষ সংবাদ