রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের তালিকাভুক্ত কার্ডধারী ২৪৮ জনের মধ্যে ২মাসের (আগস্ট ও সেপ্টেম্বর-২০২০) ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
গতকাল ৪ঠা অক্টোবর বেলা ১১টায় রতনদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই ভিজিএফ এর চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।
এ সময় উপজেলার সহকারী কমিশনার(ভূমি) শেখ নুরুল আলম, রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, ট্যাগ অফিসার(তদারকি কর্মকর্তা) হিসেবে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা সুলতানা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাতেমা পারভীন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রিপন চন্দ্র শীল প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২মাসের ভিজিএফের চাল হিসেবে তাদের মধ্যে ৬০ কেজি করে চাল বিতরণ করা হয়।