ঢাকা শুক্রবার, মে ৩, ২০২৪
রাজবাড়ীতে জাতীয় বীমা দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • মাহফুজুর রহমান
  • ২০২৪-০৩-০১ ১৪:৫৪:১৭

‘করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় বীমা দিবস উপলক্ষে রাজবাড়ীতে গতকাল ১লা মার্চ সকালে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 সকালে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
 র‌্যালী শেষে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আবু কায়সার খান বক্তব্য রাখেন।
 রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সূবর্ণা রানী সাহার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকার, জেলা ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফকির শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক, রাজবাড়ী জীবন বীমা কর্পোরেশনের ইনচার্জ মোঃ হাফিজুর রহমান ও পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ইনচার্জ মোঃ মহিউদ্দিন শেখ বক্তব্য রাখেন।
 এ সময় অন্যান্যদের মধ্যে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ইনচার্জ মাহবুর মোল্লা, ন্যাশনাল লাইফ একক বীমার ইনচার্জ মোঃ নাজির, জীবন বীমা কর্পোরেশনের তাপস কুমার দত্ত, ট্রাষ্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর মোঃ নান্নু মিয়া, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ-এর তপন কুমার সরকার ও মীর আব্দুর রহিম সজল, মেট লাইফ ইন্স্যুরেন্সের মোঃ জাহিদুল ইসলামসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
 অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মোঃ ইফতেখার আহমেদ ও জেলা ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক যুগোল কুমার সরকার। অনুষ্ঠানে জেলার ২১টি বীমা কোম্পানীর কর্মকর্তা, কর্মী ও বীমা গ্রাহকরা র‌্যালীতে অংশ গ্রহণ করেন।
 প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, অগ্নিঝরা মার্চের প্রথম দিন ১লা মার্চ আজ। বাঙালির জীবনে নানা কারণে মার্চ মাস অন্তনির্হিত শক্তির উৎস। এ মাসেই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
 তিনি আরো বলেন, আজকের এই বীমা দিবসে আমরা যেন বীমাকে মানুষের কাছে আরো বেশি পরিচিত করাতে পারি এবং এর মধ্যে দিয়েই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মাণ করতে পারি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত স্মার্ট বাংলাদেশ গড়তে পারি।

 

রাজবাড়ীর ২নং রেলগেট এলাকায় লাইনচ্যুত মালবাহী ট্রেন  উদ্ধার॥চলাচল স্বাভাবিক
তীব্র দাবদাহে রাজবাড়ীতে পথচারীদের পানি ও খাবার স্যালাইন দিল এসএমসি
রাজবাড়ী-গোয়ালন্দ ও বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ
সর্বশেষ সংবাদ