রাজবাড়ী জেলা পুলিশের বিশেষ শাখার সাবেক ডিআইও-১ ও বর্তমান কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়ের পুলিশ পরিদর্শক(নিরস্ত্র) মোঃ সাইদুর রহমান সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন।
গতকাল ২রা মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার উপসচিব মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন এ তথ্য জানা গেছে।
জানা গেছে, পুলিশ পরিদর্শক সাইদুর রহমান ১৯৯২ সালে সরাসরি পুলিশের উপ-পরিদর্শক(এসআই) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন এবং ২০০৭ সালে পরিদর্শক(ইন্সপেক্টর) হিসেবে পদোন্নতি পান। তিনি চাকরী জীবনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, পুলিশের বিশেষ শাখা এসবিতে এসআই হিসেবে কাজ করেছেন। এছাড়াও ঢাকা বিমান বন্দরে ইমিগ্রেশনে চাকরী করেছেন। এছাড়াও তিনি পলাশ থানার ওসি,নরসিংদী জেলার ওসি ডিবি ও সর্বশেষ ডিসেম্বর ২০১৯ হতে জুন ২০২৩ পর্যন্ত রাজবাড়ী জেলা পুলিশের গোয়েন্দা শাখার ডিআইও -১ হিসেবে সৎ ও নিষ্ঠার সাথে কাজ করেছেন। এছাড়া ৫বছরের অধিক জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে কসোভো ও পূর্ব তিমুর কর্মরত ছিলেন।
জানা গেছে, সাঈদুর রহমানের বাড়ি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার বাড়ৈখালী গ্রামে। তার বড় ভাই শহীদ ইন্সপেক্টর মোঃ লুৎফর রহমান ১৯৮৪ সালে শৈলকূপা থানায় অফিসার ইনচার্জ থাকাকালীন দুর্বৃত্তের হাতে নিহত হন। তাকে বাংলাদেশ পুলিশ পদক(বিপিএম) ভূষিত করা হয়। তিনি বীর মুক্তিযোদ্ধা ছিলেন এবং পাক আর্মির হাতে ধরা পড়ে অকথ্য নির্যাতন ভোগ করেন। সাঈদুর রহমানের মেজ ভাই মোঃ শফিকুর রহমান ঢাকা-মেট্রোপলিটন পুলিশের এডিসি হিসেবে কর্মরত।