‘সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২রা মার্চ সকালে বেলুন উড়িয়ে ও আলোচনা সভা মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখস্থ চত্বরে বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করা হয়। পরে উক্ত দিবস উপলক্ষ্যে কালেক্টরেট সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সূবর্ণা রাণী সাহার সভাপতিত্বে আলোচনা সভায় জেলা নির্বাচন অফিসার মোঃ অলিউল ইসলাম বক্তব্য রাখেন।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাচন অফিসার নুরু আমীনের সঞ্চালনায় সভায় জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি মোঃ সাইদুল ইসলাম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট(স্থানীয় সরকার শাখা) অংকন পাল, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রে মোল্লা ইফতেখার আহমেদ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ আহমেদসহ জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের কর্মকর্তাসহ অনেকেই উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সূবর্ণা রাণী সাহা বলেন, সব নাগরিকের ভোটার হওয়ার অধিকার রয়েছে। যারা ভোটার হওয়ার যোগ্য তাদের ভোটার তালিকায় নাম থাকতে হবে। সরকার জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০২৩ পাস করেছে এবং নীতিমালা প্রণয়ন বিষয়ে কাজ করছে। ভোটার হওয়ার সময় সঠিক তথ্য দেওয়া প্রয়োজন। অনেকেই আমরা জন্ম নিবন্ধনের তথ্য দিয়ে ভোটার হয়। সেক্ষেত্রে জন্ম নিবন্ধনের তথ্য টা আমাদের সঠিক দিতে হবে এবং তথ্য দেওয়ার পর ক্রসচেক করতে হবে যে নামের বানান, জন্ম তারিখ, পিতামাতার নাম ঠিক আছে কি না। তাই কোন বাচ্চার জন্ম নিবন্ধন করার ক্ষেত্রে তাদের বাবা ও মাকে সচেতন থাকতে হবে। সচেতনতায় পারে আমাদের ভুলভ্রান্তি থেকে রক্ষা করতে।
উল্লেখ্য, রাজবাড়ী জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলায় সর্বমোট ভোটার সংখ্যা ৯ লাখ ৩২ হাজার ৫০০ জন ছিলো। এর মধ্যে পুরুষ মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৩ হাজার ৭০৯ জন ও নারী ভোটার সংখ্যা ৪ লাখ ৫৮ হাজার ৭৮২ জন এবং হিজড়া ভোটার সংখ্যা ৯ জন।
এর মধ্যে রাজবাড়ী সদর উপজেলায় ৩ লাখ ৪ হাজার ৬২১, গোয়ালন্দ উপজেলায় ৯৯ হাজার ৫৬০ জন, কালুখালী উপজেলায় ১লাখ ৩৫ হাজার ৪৮৬ জন, বালিয়াকান্দি উপজেলায় ১ লাখ ৭৯ হাজার ৬২৩ জন ও পাংশা উপজেলায় ২ লাখ ১৩ হাজার ২১০ জন ভোটার রয়েছে। এছাড়াও ১৭ হাজার ৮৬৩ জন নতুন ভোটার যুক্ত হয়েছে। নতুন এই ভোটার আসন্ন সদর উপজেলা পরিষদের নির্বাচনে ভোট দিতে পারবে।