রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের চাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গতকাল ৬ই মার্চ অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন রাজবাড়ী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আজম আলী মন্ডল।
অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোঃ হাফিজুর রহমান হাফিজ, অ্যাডভোকেট আইয়ুব আলী খান, চন্দনী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আলমগীর হোসেন আলম, চাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সহ-সভাপতি নুর ইসলাম ও মোঃ সেলিম রেজা উপস্থিত ছিলেন
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি রিনা আলম। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম জামিল।
এর আগে সকালে এ প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন চন্দনী ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য আব্দুল মতিন।