বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি রাজবাড়ী জেলা শাখার কার্যকরী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন(২০২৪-২০২৫ইং) গতকাল ৬ই মার্চ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে সভাপতি পদে মোঃ মজিদ সরদার(২) ও সাধারণ সম্পাদক পদে মোঃ গোলাম রব্বানী আলম নির্বাচিত হয়েছেন। ভোট গণনা শেষে রাত ৮টায় প্রধান নির্বাচন কমিশনার মোঃ শামসুল আলম নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, রাজবাড়ী আইনজীবী সহকারী সমিতি কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে।
নির্বাচনে মোট ভোটার ছিলেন ২০৭জন। সভাপতি পদে মোঃ মজিদ সরদার(২) পেয়েছেন ১২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আব্দুর রহিম শিকদার পেয়েছেন ৮১ ভোট। সহ-সভাপতি পদে মোঃ লাল মিয়া ৯৪ ভোট ও মোঃ আবু সেলিম মিয়া ৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ¦ী মোঃ আঃ আজিজ মন্ডল ১৯ ভোট, মোঃ আজহারুল ইসলাম বুলু ৮৩ ভোট, স্বপন কুমার দে ৭৫ ভোট পেয়েছেন।
অপরদিকে ১২৬ ভোট পেয়ে সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ গোলাম রব্বানী আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি অসিত কুমার রায়(২) পেয়েছেন ৭৬ ভোট। সহ-সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম(১) ৯৬ ভোট এবং মোঃ হুসাইন আল মামুন ৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আকমল হোসেন ৭৯ ভোট, মোঃ এহসানুল হক রানা ৯০ ভোট পেয়েছেন।
সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন অর রশিদ মোল্লা ১১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ জিলাল উদ্দিন ফকের পেয়েছেন ৮৫ ভোট। সহ-সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আবুল কালাম শেখ ১০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ¦ী মোঃ ফারুক হোসেন(২) পেয়েছেন ৮৫ ভোট। সাহিত্য ও ক্রীড়া সম্পাদক পদে মোঃ আঃ রব সেখ(২) ১০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ¦ী মোঃ আঃ কুদ্দুস সেখ (৩) ৮৩ ভোট পেয়েছেন। দপ্তর সম্পাদক পদে শ্রী সনৎ কুমার মজুমদার ১০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ¦ী মোঃ সানি প্রামানিক(আলতাব) পেয়েছেন ৯৬ ভোট। প্রচার সম্পাদক পদে মোঃ আঃ রাজ্জাক ফকির ১২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ¦ী মোহাম্মদ মামুন মিয়া পেয়েছেন ৭৮ ভোট।
এছাড়া সদস্য মোঃ গোলাম রব্বানী স্বপন ১১০ ভোট, মোঃ জাহাঙ্গীর আলম ১১৩ ভোট, রমেশ বিশ্বাস ৯৬ ভোট, মোঃ শরিফুল ইসলাম ১০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ছাত্তার খাঁন ৯০ ভোট, মোঃ জাকির হোসেন ৭৮ ভোট, মোঃ তমির উদ্দিন ৭২ ভোট, মোঃ রবিউল ইসলাম ফারুক(৩) ৭৬ ভোট পান।
উল্লেখ, এ নির্বাচন দুইটি প্যানেলে অনুষ্ঠিত হয়। প্যানেল দুটি হলো মজিদ-লাল-স্বপন-অসিত পরিষদ ও রহিম-বুলু-সেলিম-আলম পরিষদ। এতে মজিদ-লাল-স্বপন-অসিত পরিষদ থেকে সভাপতি সহ মোট ৬জন এবং রহিম-বুলু-সেলিম-আলম পরিষদ থেকে সম্পাদকসহ মোট ৯জন নির্বাচিত হয়।