ঢাকা বুধবার, এপ্রিল ৯, ২০২৫
রাজবাড়ীতে ‘ইতিহাস কথা কয়’ নামক গীতি আলেখ্য অনুষ্ঠিত
  • মাহ্ফুজুর রহমান
  • ২০২৪-০৩-০৯ ১৪:১৯:৩১

 রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমীতে গতকাল ৯ই মার্চ সন্ধ্যায় দোলন চাঁপা সংগীতাঙ্গনের আয়োজনে ‘ইতিহাস কথা কয়’ গীতি আলেখ্য অনুষ্ঠিত হয়েছে।

 দোলন চাঁপা সঙ্গীতাঙ্গনের সভাপতি তপন কুমার দে’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জয়ন্তী রুপা রায় বক্তব্য রাখেন। 

 এ সময় বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী জেলা পরিষদের সাবেক প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি কবি সালাম তাসির ও সাবেক জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান বক্তব্য রাখেন। 

 অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক রাজ্জাকুল আলম।

 আয়োজিত অনুষ্ঠানে ১৭৫৭ সাল থেকে ১৯৭১ বিজয়ের কাহিনী তুলে ধরা হয়। 

 
পাংশার কুদ্দুস হত্যা মামলায় স্ত্রী’র পরকীয়া প্রেমিক তোজামের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড
রাজবাড়ীর নতুন পুলিশ সুপার কামরুল ইসলাম
গাজায় নৃশংস গণহত্যার প্রতিবাদে রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ
সর্বশেষ সংবাদ