নারীর সমঅধিকার সমসুযোগ,এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজবাড়ী পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) আয়োজনে গত ৮ই মার্চ সকালে পুলিশ লাইন্সের পুনাক কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ী পুলিশ নারী কল্যাণ সমিতির(পুনাক) সভানেত্রী হালিমা আখতার শিরীন।
এ সময় পুনাকের সদস্য প্রিয়াঙ্কা ভৌমিক, অনামিকা কুন্ডু দীপাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক) রাজবাড়ীর সদস্যগণ উপস্থিত ছিলেন।
পুনাক সভানেত্রী হালিমা আখতার শিরীন বলেন, বর্তমান সরকার নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে বহুবিধ কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। ফলে দেশের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও পারিবারিক সব ক্ষেত্রে আজ পুরুষের পাশাপাশি নারীর সফল পদচারণা। নারী সমাজ বিভিন্ন ক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য প্রদর্শন করছে, গৌরবোজ্জ্বল ভূমিকা রাখছে।
পুনাক সভানেত্রী আরো বলেন, শুধু নারী দিবস এই নয়, প্রতিনিয়ত সম্মান জানাই সকল নারীদের। সম্মান জানাই পৃথিবীর সকল মা কে, যারা গর্ভধারণ থেকে শুরু করে প্রতিনিয়ত দিন-রাত আমাদের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, যাকে দেখে আমরা সকল ভালো কাজে অনুপ্রাণিত হই। সম্মান জানাই আমাদের সকল শ্রদ্ধেয় শিক্ষিকাদের, বাবা-মায়ের পরে যারা সর্বদা আমাদের নিজের সন্তানের মতো ভালো-খারাপের শিক্ষা দিয়েছেন। সম্মান জানাই সকল কর্মজীবী নারীদের, যারা ঘর সামলানোর পাশাপাশি নিজেদের কর্মস্থলেও রেখে যাচ্ছেন অসংখ্য অবদান। সেই সাথে সম্মান জানাই আমাদের বোন-ভাবী, বান্ধবী, শুভাকাঙ্খীসহ সকল নারীদের যারা প্রতিনিয়ত আমাদের পাশে থেকে আমাদের অনুপ্রাণিত করছেন। পৃথিবীর সকল নারীদের প্রতি রইলো সম্মান ও ভালোবাসা।