ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ীর দাদশী ইউপির স্বপ্নজয়ী পাঠশালায় শিক্ষা সামগ্রী বিতরণ
  • মীর সামসুজ্জামান
  • ২০২৪-০৩-০৯ ১৪:২১:৩৩

 রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নে গতকাল ৯ই মার্চ বিকেলে স্বপ্নজয়ী পাঠশালার অর্ধশতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

 অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে এ সামগ্রী বিতরণ করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ রেজাউল করিম। 

 এ সময় স্বপ্নজয়ী পাঠশালার প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাগরিকা নাসরিন, স্বপ্নজয়ী পাঠশালার পরিচালক আশরাফুল হক সুমন, স্বপ্নজয়ী পাঠশালার শিক্ষক তানিয়া সুলতানা, অপূর্ব সাহা, হাদিসুর রহমান ও তৌহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

 এ বিষয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রেজাউল করিম বলেন, এই স্বপ্নজয়ী পাঠশালাতে যারা পড়ালেখা করে তারা দরিদ্র পরিবারের সন্তান। অনেকের ব্যাগ, বই, খাতা, পেন্সিল ইত্যাদি কেনার সামর্থ্য নেই। কিছু মানবিক মানুষ এই পাঠশালাটা তাদের নিজ খরচ দিয়ে চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় স্বপ্নজয়ী পাঠশালার প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাগরিকা নাসরিন আজ তাদের জন্য স্কুল ব্যাগ, খাতা ও পেনসিল ইত্যাদি সামগ্রী দিয়েছেন।

 তিনি আরো বলেন, আজকের শিশুকে আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের সবার দায়িত্ব। সমাজের পিছিয়ে পড়া শিশুদের জন্য মহতী এই উদ্যোগ নেওয়ায় এই স্কুলের উদ্যোক্তাদের ধন্যবাদ জানাই। জেলা পুলিশ রাজবাড়ী সবসময় এসব শিশুদের পাশে থাকবে। সমাজের মানবিক মানুষদের এই পাঠশালার শিক্ষার্থীদের পাশে থাকার অনুরোধ জানান তিনি।

 
রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ