ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ী জেলা পুলিশের জমকালো আয়োজনে আজি বসন্ত জাগ্রত দ্বারে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-০৩-১১ ১৪:৪৫:৩৬

রাজবাড়ী জেলা পুলিশের জমকালো আয়োজনে আজি বসন্ত জাগ্রত দ্বারে সাংস্কৃতিক সন্ধ্যা ও প্রীতিভোজ গত ১০ই মার্চ সন্ধ্যায় পুলিশ লাইন্স ড্রিলসেডে অনুষ্ঠিত হয়েছে।

 সাংস্কৃতিক সন্ধ্যায় নাচ, গান ও মনোমুগ্ধকর অ্যাক্রোবেটিক শো প্রদর্শন করা হয়।

 অনুষ্ঠানে রাজবাড়ী জেলা পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ পিপিএম-সেবা, পুনাক সভানেত্রী হালিমা আখতার শিরীন,  অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইফতেখারুজ্জামান, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ মমিনুল ইসলাম, ডিআইও-১ বিপ্লব কুমার দত্ত চৌধুরী, জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তা, পুনাকের সদস্যবৃন্দসহ সকল পদমর্যাদার অফিসার-ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।

 রাজবাড়ীর পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ বলেন, এই ধরনের অনুষ্ঠান গুলো সকল অফিসার-ফোর্সের ক্লান্তি দূর করে, কর্মস্পৃহা বৃদ্ধি করে। সামনের সময়গুলোতে আরো বেশী এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানান তিনি। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে ফোর্স ডাইনিংয়ে প্রীতিভোজ অনুষ্ঠিত হয় ।

 
রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ