ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
রাজবাড়ীতে শিশু সুরক্ষা বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা সমাপ্ত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-০৩-১২ ১৪:৫৯:২৮

 রাজবাড়ী অফিসার্স ক্লাবে দৌলতদিয়া ইউনিয়নের বেসরকারী সংস্থা মুক্তি মহিলা সমিতির (এমএমএস) আয়োজনে গতকাল ১২ই মার্চ দুই দিনব্যাপী শিশু সুরক্ষা বিষয়ক কর্মশালা সমাপ্ত হয়েছে। 

 কর্মশালা সমাপনীতে বক্তব্য রাখেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সুবর্ণা রাণী সাহা। 

 এর আগে গত ১১ই মার্চ সকাল ১১টায় রাজবাড়ী অফিসার্স ক্লাবে জেলা প্রশাসকের কার্যালয় এবং তেরে দেস হোমস(টিডিএইচ) এর সহযোগিতায় দুই দিনব্যাপী শিশু সুরক্ষা বিষয়ক কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু কায়সার খান। 

 রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সুবর্ণা রাণী সাহার সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবায়েত মোঃ ফেরদৌস ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আলিমুর রেজা বক্তব্য রাখেন।

 এ সময় কেকেএস-এর নির্বাহী পরিচালক ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ী যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক গৌতম চন্দ্র দে,  তেরে দেস হোমস (টিডিএইচ) চাইল্ড প্রটেকশন কো-অর্ডিনেটর মোঃ জুনায়েদ, সিনিয়র রিচার্জসার সুরজিত কুন্ডুসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিক প্রমুখ উপস্থিত ছিলেন।

 দুইদিন ব্যাপী কর্মশালায় শিশুদের সুরক্ষার বিষয়ে বিস্তারিত আলোকপাত করা হয়।

 
রাজবাড়ীতে জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা
রাজবাড়ী সফরে নির্বাচন কমিশনার মোঃ আলমগীর
রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ে রাজস্ব সম্মেলনসহ কয়েকটি সভা
সর্বশেষ সংবাদ