ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
পাংশা উপজেলায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত
  • মোক্তার হোসেন
  • ২০২৪-০৩-১৫ ১৫:৩৩:১৪

 রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ১৫ই মার্চ “স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৪ পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

 জানা যায়, গতকাল শুক্রবার সকাল ১০টায় উপজেলা পরিষদ থেকে র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাসের উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) স্বপন কুমার মজুমদার ও পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার(এমওডিসি) ডাঃ মোঃ এনামুল হক বক্তব্য রাখেন।

 অন্যান্যের মধ্যে পাংশা উপজেলা সেনেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ তৈয়বুর রহমান, চাল ব্যবসায়ী শহিদুল হক শাহিন, মুদিখানা ব্যবসায়ী লিটন কুমার সাহা ও তোতা গাজী ও মুরগী ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।

 অতিথিবৃন্দ বাজারে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, পণ্য সামগ্রী বিক্রয়কালে ওজন ঠিক রাখা, সিন্ডিকেট করে পণ্যের বাজারদর ঊর্ধ্বমুখী না করাসহ “স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি” প্রতিপাদ্য বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

 পাংশা উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দপ্তরের সহকারী প্রোগ্রামার তপু কুমার দেবনাথসহ পাংশা বাজারের বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

পাংশায় আব্দুল মাজেদ একাডেমীতে তারুণ্য মেলা পরিদর্শনে ইউএনও
দলের দুর্নীতিবাজদের গ্রেফতার দাবী গোয়ালন্দের আ’লীগ নেতা মাহাবুবের
গোয়ালন্দে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ