ঢাকা মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫
গোয়ালন্দ উপজেলায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন
  • মইনুল হক মৃধা
  • ২০২৪-০৩-১৫ ১৫:৩৩:৪৩

 ‘লঙ্ঘিত হলে ভোক্তা অধিকার, অভিযোগ করলেই পাবেন প্রতিকার’-এই প্রতিপাদ্যে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ১৫ই মার্চ সকালে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৪ উপলক্ষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে আলোচনা সভায় গোয়ালন্দ বিআরডিবি’র চেয়ারম্যান মোঃ হামিদুল হক বাবলু, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল হোসেন, সাধারণ সম্পাদক শামীম শেখ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 এ সময় বক্তারা বলেন, ভোক্তা অধিকার ও দায়িত্ব সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে। সঠিক দামে ও পরিমাপে মানসম্মত পণ্য পাওয়া সবারই অধিকার। সে লক্ষ্যে সরকার ভোক্তা অধিকার সংরক্ষণ আইন প্রণয়ন ও বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গঠন করেছে। এছাড়াও বক্তাগণ বাজারে কোন দ্রব্যের মূল্য বেশি চাইলে তা তাক্ষণিকভাবে ভোক্তা অধিদপ্তর বা প্রশাসন কে জানানোর আহবান জানান।

মির্জা ফকরুল ইসলাম আলমগীরকে নিয়ে  কটূক্তির প্রতিবাদে বালিয়াকান্দিতে বিক্ষোভ
 কালুখালীতে আইন-শৃঙ্খলা কমিটির সভাসহ পৃথক দুইটি সভা অনুষ্ঠিত
 রামকান্তপুর ইউনিয়নবাসীর উদ্যোগে মতবিনিময়  সভায় ধানের শীষের পক্ষে কাজ করার প্রতিশ্রুতি
সর্বশেষ সংবাদ