তিন দিনের সরকারী সফরে রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি গতকাল ১৫ই মার্চ দুপুর সোয়া ১২টায় রাজবাড়ী সার্কিট হাউজে এসে পৌঁছালে জেলা প্রশাসক আবু কায়সার খান ও পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ তাকে ফুলেল অভ্যর্থনা জানান। এরপর জেলা পুলিশের হাউজ গার্ডের একটি চৌকস দল মন্ত্রী মোঃ জিল্লুল হাকিমকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান, জেলা পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।