ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
বঙ্গবন্ধুর ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৪-০৩-১৭ ১৬:০৭:১৫
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উপলক্ষে গতকাল ১৭ই মার্চ সকালে রাজবাড়ী জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ, পিপিএম-সেবা -মাতৃকণ্ঠ।

‘বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে আনব হাসি সবার ঘরে’ এই স্লোগান নিয়ে যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উপলক্ষে পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে গতকাল ১৭ই মার্চ সকালে রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে জেলা পুলিশের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ, পিপিএম-সেবা।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ ইফতেখারুজ্জামান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ ইফতেখারুল আলম প্রধান, জেলা গোয়েন্দা শাখার(ডিবি’র) ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মনিরুজ্জামান খান, জেলা বিশেষ শাখার প্রধান(ডিআইও-১) বিপ্লব দত্ত চৌধুরী, কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ মমিনুল ইসলাম সহ জেলা পুলিশ রাজবাড়ীর উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পরবর্তীতে জেলা প্রশাসনের আয়োজনে অফিসার্স ক্লাব, মুক্ত মঞ্চে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পুলিশ সুপার উপস্থিত ছিলেন।

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ