ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ীতে ছাত্রলীগের উদ্যোগে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ
  • ষ্টাফ রিপোর্টার
  • ২০২৪-০৩-১৭ ১৬:১১:৪৯
বঙ্গবন্ধু ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা ছাত্রলীগের উদ্যোগে গতকাল ১৭ই মার্চ বিকেলে শহরের শহীদ স্মৃতি চত্বরে অসহায়, দুস্থ, পথচারী ও ছিন্নমূল ৫শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয় -মাতৃকণ্ঠ।

বঙ্গবন্ধু ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা ছাত্রলীগের উদ্যোগে গতকাল ১৭ই মার্চ বিকেলে শহরের শহীদ স্মৃতি চত্বরে অসহায়, দুস্থ, পথচারী ও ছিন্নমূল ৫শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।

এ সময় রাজবাড়ী জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সফিকুল হোসেন সফিক, রাজবাড়ী জেলা ছাত্রলীগের  সভাপতি মোঃ শাহিন শেখ, সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, গোয়ালন্দ পৌর ছাত্র লীগের সভাপতি রাতুল আহমেদ, রাজবাড়ী সরকারী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেবজ্যোতী নাগসহ জেলা ছাত্রলীগ,সদর উপজেলা ছাত্রলীগ,  পৌর ছাত্রলীগ, ইউনিয়ন ছাত্র লীগ, ওয়ার্ড ছাত্র লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আজ আমরা জেলা ছাত্র লীগের আয়োজনের অসহায়, ছিন্নমূল ৫শতাধিক রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ করেছি। আমরা জেলা ছাত্রলীগ সবসময় অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে রয়েছি।

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ