ঢাকা শুক্রবার, মে ৩, ২০২৪
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর আত্মহত্যার ঘটনায় রাজবাড়ীতে মহিলা পরিষদের প্রতিবাদে সমাবেশ
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৪-০৩-২০ ১৫:৫৫:৪১
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রী ফাইরুজ অবন্তিকার আত্মহত্যার প্ররোচনার ঘটনায় গতকাল ২০শে মার্চ সকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে ঘন্টাব্যাপী প্রতিবাদ সমাবেশ করেছে মহিলা পরিষদ -মাতৃকণ্ঠ।

‘যৌন নিপীড়ন ও হয়রানি মুক্ত শিক্ষাঙ্গন চাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র রায়হান সিদ্দিকী আম্মান ও সহকারী প্রক্টর দীন ইসলাম কর্তৃক একই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রী ফাইরুজ অবন্তিকার আত্মহত্যার প্ররোচনার ঘটনায় গতকাল ২০শে মার্চ সকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে ঘন্টাব্যাপী প্রতিবাদ সমাবেশ করেছে রাজবাড়ী মহিলা পরিষদ। 

বাংলাদেশ মহিলা পরিষদের বিভাগীয় সংগঠক লাইলী নাহারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি ডাঃ পূর্ণিমা দত্ত, বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার লিগ্যাল এইড সম্পাদক এডঃ রেহেনাজ পারভীন সালমা, মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সদস্য মৌসুমি সাথী, শেখ ফারজানা মহুয়া, এডঃ নাজমা সুলতানা ও রাজবাড়ী প্রেসক্লাবের সহ-সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

প্রতিবাদ সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক ক্রিষ্টানো মারিও রেখা। এসময় মহিলা পরিষদের অন্যান্য সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, নারী এখন কোথাও নিরাপদ নয়। উচ্চ শিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে গিয়েও তাকে নীপিড়নের শিকার হতে হয়। তাকে আত্মহত্যার পথ বেছে নিতে হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনও ছাত্রীদের নিরাপত্তা দিতে ব্যর্থ। শিক্ষক যখন নীপিড়ক হয় তখন এই নীপিড়কদের দমনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিৎ।

এ সময় বক্তারা শিক্ষার্থী অবন্তিকার আত্মহত্যার ঘটনায় প্রশাসনের ব্যর্থতার অভিযোগ করেন। পাশাপাশি উল্লেখিত ঘটনাার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি সহ যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানান।

রাজবাড়ীর ২নং রেলগেট এলাকায় লাইনচ্যুত মালবাহী ট্রেন  উদ্ধার॥চলাচল স্বাভাবিক
তীব্র দাবদাহে রাজবাড়ীতে পথচারীদের পানি ও খাবার স্যালাইন দিল এসএমসি
রাজবাড়ী-গোয়ালন্দ ও বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ
সর্বশেষ সংবাদ