রাজবাড়ীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ-২০২৪ এর চূড়ান্ত ফলাফল গতকাল ২৩শে মার্চ রাতে রাজবাড়ী পুলিশ লাইন্স ড্রিলসেডে ঘোষণা করা হয়েছে।
রাজবাড়ী ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ কমিটির সভাপতি পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ পিপিএম-সেবা এই ফলাফল ঘোষণা করেন।
এ সময় ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, গত ২০শে ফেব্রুয়ারী রাজবাড়ী পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল(টিআরসি) পদে নিয়োগের জন্য মাঠ পর্যায়ের প্রথম দিনের ইভেন্টে ‘শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ’ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিনের ইভেন্ট শেষে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের গত ২২শে ফেব্রুয়ারী ‘শারীরিক সহনশীলতা পরীক্ষা’ এর ‘২০০ মিটার দৌড়, পুশআপ, লং জাম্প ও হাই জাম্প’ পরীক্ষা অনুষ্ঠিত হয়।দ্বিতীয় দিনের বাছাইকৃত যোগ্য প্রার্থীদের গত ২৩শে ফেব্রুয়ারী ‘শারীরিক সহনশীলতা পরীক্ষা’ মাঠ পর্যায়ের শেষ ইভেন্টসমূহ ‘১৬০০ মিটার দৌড়, ড্রাগিং ও রোপক্লাইমিং’ পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিনদিনের মাঠ শেষে গত ১৬ই মার্চ রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৫৬ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে। বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ বিজ্ঞানের ওপর মোট ৪৫ নম্বরের লিখিত পরীক্ষায় ৮০ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়। উত্তীর্ণ প্রার্থীরা গতকাল ২৩শে মার্চ ১৫ নম্বরের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে। মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্ত ভাবে মেধাতালিকায় পুরুষ ২২ জন ও নারী ৪জনকে মনোনীত করা হয় এবং ৫ জনকে অপেক্ষমান তালিকায় রাখা হয়।
কনস্টেবল নিয়োগের চূড়ান্ত ভাবে মনোনীত হওয়া মাজহারুল ইসলাম বলেন, মাত্র ১২০ টাকা দিয়ে অনলাইনে আবেদন করেছিলা। কোন ঘুষ ছাড়া নিজের শারীরিক যোগ্যতা, মেধা ও দক্ষতার ভিত্তিতে আমি চূড়ান্ত ভাবে মনোনীত হয়েছে। বাংলাদেশ পুলিশের একজন সদস্য হতে পেরে আমি গর্বিত।
ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ কমিটির সভাপতি রাজবাড়ী পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ পিপিএম-সেবা বলেন, বাংলাদেশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ-২০২৪ এর কয়েকটি ধাপ পেরিয়ে আজ চূড়ান্ত ভাবে যারা উত্তীর্ণ হয়েছে তাদের তালিকা ঘোষণা করলাম। বিভিন্ন কোটা ও মেধাতালিকা মিলে রাজবাড়ীতে ২২ জন পুরুষ ও ৪ জন নারী নির্বাচিত হয়েছে। যারা চূড়ান্ত ভাবে নির্বাচিত হয়েছে তারা তাদের সম্পূর্ণ দক্ষতা ও মেধার ভিত্তিতে চূড়ান্ত ভাবে মনোনীত হয়েছে। যারা মনোনীত হয়েছে তারা বেশিরভাগই দরিদ্র পরিবারের, কৃষক পরিবারের সন্তান। তারা তাদের নিজ যোগ্যতায় কনস্টেবল নিয়োগে চূড়ান্ত ভাবে মনোনীত হয়েছে। আমরা যারা নিয়োগ বোর্ডে ছিলাম আমরা বিশ্বাস করি এটা আমাদের ভালোলাগার জায়গা এটি। সুন্দর ভাবে এই নিয়োগটি সম্পূর্ণ করতে পেরে আমাদের ভালো লাগছে।
এ সময় নিয়োগ বোর্ডের সদস্য গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোহাম্মদ লুৎফুল কবির চন্দন, ফরিদপুরের ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তালাত মাহমুদ শাহানশাহ, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকার, ডিআইও-১ বিপ্লব দত্ত চৌধুরীসহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফলাফল ঘোষণা শেষে চূড়ান্ত ভাবে মনোনীত প্রার্থীদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদসহ নিয়োগ বোর্ড ও জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা।