ঢাকা শুক্রবার, জানুয়ারী ৩, ২০২৫
৩সপ্তাহ আগে কেনা মোটর সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল কিশোর শামীমের
  • গোয়ালন্দ প্রতিনিধি
  • ২০২৪-০৩-২৪ ১৫:৩৫:২৮

গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বাবাকে আত্মহত্যার ভয় দেখিয়ে মোটর সাইকেল কিনে দেওয়ার ৩সপ্তাহের ব্যবধানে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে শামীম মোল্লা(১৬) নামে এক কিশোরের। তার সাথে থাকা অপর বন্ধু আলামিন সরদার(১৬) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
 নিহত কিশোর দৌলতদিয়া ৫নং ওয়ার্ড সোহরাব মন্ডল পাড়ার মোঃ এরশাদ মোল্লা’র ছেলে। আহত কিশোর একই এলাকার মোঃ ইয়াকুব সরদারের ছেলে। 
 স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শামীম মোল্লা তিন সপ্তাহ আগে মোটর সাইকেল কিনে দেওয়ার জন্য পরিবারকে আত্মহত্যার ভয় দেখায়। তার বাবা ছেলেকে বাঁচানোর জন্য তিন সপ্তাহ আগে একটি পালসার মোটর সাইকেল কিনে দেয়। তার বাবা বলেন, কে জানতো এই মোটর সাইকেলই হবে তার কাল! 
 গত ২৩শে মার্চ দুপুরে বাড়ি থেকে শামীম তার বন্ধু আলামিনকে নিয়ে মোটর সাইকেলে ফরিদপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়। ফরিদপুর থেকে বাড়ি ফেরার পথে গোয়ালন্দ উপজেলার গোধূলী বিনোদন পার্ক এলাকার পৌঁছালে মোটর সাইকেলের অতিরিক্ত গতি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা সিমেন্টের খুঁটির সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয় তারা ২জনই। তখন স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায় তারপর সেখান থেকে শামীমকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গতকাল সন্ধ্যায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলে এ্যাম্বুলেন্সে ঢাকা মেডিকেলে পৌঁছানোর আগেই পদ্মা সেতুর পার হওয়ার পর সন্ধ্যা ৭টার দিকে এ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়।
 নিহত শামীমকে তাদের পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়েছে। তার বাবার সাথে কথা হলে তিনি বলেন, আমার আর কি বলার আছে! আমার ছেলে আত্মহত্যা করবে বলে মোটর সাইকেল কিনে দিলাম। সেই মোটর সাইকেলেই আমার ছেলের মৃত্যু হলো। শামীমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পাংশা উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
গোয়ালন্দে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো ওয়াকাথন
বয়রাট মাজাইল ফাজিল মাদ্রাসার একাডেমিক ভবনের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবী
সর্বশেষ সংবাদ