রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া আফরোজ যোগদান করেছেন।
গতকাল ২৪শে মার্চ দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে ভাবে কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
এরআগে গতকাল রবিবার সকালে কালুখালী উপজেলার নবাগত নির্বাহী অফিসার মহুয়া আফরোজ রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করলে জেলা প্রশাসক আবু কায়সার খান তাকে স্বাগত ও ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) জয়ন্তী রূপা রায়, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলম, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম ও গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র উপস্থিত ছিলেন।
জানা গেছে, গত ২০শে মার্চ ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের মাঠ প্রশাসন শাখার এক প্রজ্ঞাপনে তাকে কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়।
জানা গেছে, ইউএনও মহুয়া আফরোজ ৩৫তম বিসিএস(প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা। তিনি এর আগে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির সহকারী পরিচালক(সিনিয়র সহকারী সচিব)হিসেবে কর্মরত ছিলেন।
অপরদিকে গত ২০শে মার্চ কালুখালী উপজেলার বিদায়ী ইউএনও খান মোঃ আব্দুল্লাহ আল মামুন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের জন্য গত ২০শে মার্চ রাজবাড়ী থেকে অবমুক্ত হন।
গত ২৩শে মার্চ বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন রাজবাড়ী কর্তৃক খান মোঃ আব্দুল্লা আল মামুনকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
এসোসিয়েশনের সভাপতি ও জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে বিদায় সংবর্ধনায় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সূবর্ণা রাণী সাহাসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।