রাজবাড়ী জেলা আওয়ামী লীগের আয়োজনে গতকাল ২৫শে মার্চ সকালে গণহত্যা দিবস উপলক্ষ্যে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে র্যালী, পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন নেতাকর্মীরা।
পরে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের হয়ে শহরের রেলগেটের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।
এ সময়ে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক ফকরুজ্জামান মুকুট, হেদায়েত আলী সোহরাব, সাংগঠনিক সম্পাদক অসীম কুমার পাল, প্রচার ও প্রকাশনা এডঃ সফিকুল হোসেন সফিক, সদস্য আব্দুস সালাম মন্ডল, রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের মোঃ সভাপতি রমজান আলী খান, জেলা যুব লীগের সভাপতি মোঃ শওকত হাসান, জেলা শ্রমিক লীগের সভাপতি রকিবুল ইসলাম পিন্টু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, জেলা যুব মহিলা লীগের সভাপতি কানিজ ফাতেমা চৈতি, সাধারণ সম্পাদক সৈয়দা নাজমুন নাহার সেন্টি, জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।