ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
২০০ বছরের পুরনো রাজবাড়ীর বড় মসজিদ আগলে রেখেছে মহানবীর বংশধরদের স্মৃতি
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৪-০৩-২৭ ১৬:৩৬:৫৭

বাংলাদেশের বিভিন্ন স্থানে দাঁড়িয়ে আছে মুসলিম ঐতিহ্যের অনেক নিদর্শন। তাদের মধ্যে কোনো কোনোটি কয়েকশ বছরের পুরোনো। এমনই একটি নিদর্শন হলো রাজবাড়ী শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বড় মসজিদ যা খানকা শরীফ নামে পরিচিত। ইতিহাস ঐতিহ্যের এক অন্যান্য নিদর্শনের দৃষ্টিনন্দন এই মসজিদটি প্রায় দুইশ বছরের পুরনো বলে জানা গেছে। নান্দনিক এই মসজিদে জেলার বিভিন্ন অঞ্চলের দর্শনার্থীদের আগমন ঘটে।
 জানা গেছে, রাজবাড়ী জেলা শহরের প্রাণকেন্দ্র পৌরসভার সামনে ৮৫ শতাংশ জমির ওপর রাজবাড়ীর বড় মসজিদ(খানকা শরীফ) অবস্থিত। ১৮২০ থেকে ১৮৩০ সালের মধ্যে মসজিদটি প্রতিষ্ঠিত হয় বলে জানা গেছে। তবে মসজিদটির প্রতিষ্ঠার সঠিক সময় কেউ বলতে পারেনি। প্রতিষ্ঠালগ্নে এই মসজিদটির নাম ছিলো রাজবাড়ী টাউন মসজিদ। পরে আওলাদে রাসূল মহানবী হযরত মুহাম্মদ(সাঃ) এর ৩২তম বংশধর হযরত সৈয়দ শাহ মুরশিদ আলী আল কাদেরী ১৮৯২ সালে রাজবাড়ীতে অবস্থান নেন। তার কদম পাকের ছোঁয়ায় এই মসজিদটি বড় মসজিদ ও খানকা শরীফ হিসেবে পরিচিতি লাভ করে। তখন মসজিদটি দোচালা ছনের ছিল। ওই সময় মহকুমার সাব-রেজিস্ট্রার এনামুল কবিরসহ ৩জন তার কাছে মুরিদান গ্রহণ করেন। তখন থেকে আস্তে আস্তে টাউন মসজিদ থেকে রাজবাড়ী বড় মসজিদ খানকা শরীফ নামকরণ হয় মসজিদটির।
 এরপর হযরত সৈয়দ শাহ মুরশিদ আলী আল কাদেরীর সুযোগ্য শাহজাদা হযরত সৈয়দ শাহ এরশাদ আলী আল কাদেরী তিনিও এখানে আগমন করেছিলেন এবং পরে তার সুযোগ্য শাহজাদা হযরত সৈয়দ শাহ মুস্তারশীদ আলী আল কাদেরী তিনিও আগমন করেছিলেন। তার অবর্তমানে তারই সুযোগ্য শাহজাদা হযরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদেরী তিনি গদ্দেনশীন হবার পর ৫ বার এখানে আগমন করেছেন। তার অবর্তমানে তার ছোট ভাইয়ের ছেলে বর্তমান সাজ্জাদানশীল হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরী আল বাগদাদী আল হাসানি আল হোসাইনি আল মেদিনীপুরী(আঃ) এর কদম পাকের আগমন এখানে ঘটেছে।সেই হিসেবে এই মসজিদ অত্র এলাকার মানুষের কাছে বড় মসজিদ হিসেবে পরিচিত এবং আওলাদে রাসূলের খানকা শরীফ হিসেবে পরিচিত হওয়ার কারণে অগণিত ভক্তবৃন্দ মানুষ ও বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষের এখানে আগমন ঘটে। 
 বর্তমানে আঞ্জুমান-ই-কাদেরীয়া মসজিদটি পরিচালনা করেন। যার সভাপতি কাজী ইরাদত আলী ও সাধারণ সম্পাদক মোঃ আতিকুল ইসলাম চৌধুরী রতন । বর্তমানে সারাদেশে এর ১৮টি শাখা রয়েছে।
 সরেজমিনে দেখা গেছে, রাজবাড়ী শহরের প্রাণকেন্দ্রে পৌরসভার পাশেই মসজিদটির অবস্থান। একতলা ভবন বিশিষ্ট মসজিদটির রয়েছে সুবিশাল এক গম্বুজ। নারীদের জন্য রয়েছে আলাদা নামাজের জায়গা।হুজুরা শরীফ, খানকা শরীফ, অতিথিদের থাকাসহ বিভিন্ন ব্যবস্থা রয়েছে। দূর-দূরান্ত থেকে অনেক দর্শনার্থী ও মুসল্লীরা এখানে নামাজ পড়তে আসেন। কেউ কেউ আসেন মসজিদটি একনজর দেখতে। আবার কেউ কেউ তাদের মনোবাসনা পূরণের জন্য মানত নিয়ে আসেন মসজিদে। শুধু মুসলিমরা নয় বিভিন্ন ধর্মের মানুষ ভেদাভেদ ভূলে এই মসজিদে রোগবালাই থেকে মুক্তি লাভের আশায় ও বিভিন্ন কারণে মানত করতে অনেকেই আসেন, করেন দান-ছদগা। বতর্মানে মসজিদটি সাজানো ও পরিপাটি। জেলার সবচেয়ে সুন্দর ও মর্যাদাপূর্ণ মসজিদ বলেও ধারণা কাদেরীয়া তরিকার মুরিদান এবং বিভিন্ন ধর্মের মানুষের। এখানে একসঙ্গে প্রায় দুই থেকে আড়াই হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন।
 মরিয়ম খাতুন নামের এক নারী বলেন, আমাদের এলাকার অনেক মানুষের ক্ষেতের ধান নষ্ট হয়ে যায়। আল্লাহ দিলে হুজুর পাকের দোয়ায় আমার ক্ষেতের ধান নষ্ট হয়নি। একারণে আমি মানত করেছিলাম এই মসজিদে চাল দিবো। সেই চাল আজ দিয়ে গেলাম।আমি এই মসজিদের এসে হুজুর পাকের কাছে যা আবদার করি তাই পাই। এছাড়াও এখানে আসলে আমার মনের আশা পূরণ হয়, যেইটা কই আল্লাহ দিলে সেটাই পূরণ হয়ে যায়। সেই বিশ্বাস থেকেই এখানে আসা। এখানে আমার অনেকদিন আগে থেকেই আসা-যাওয়া।
 মোঃ মহিউদ্দিন নামের এক স্থানীয় মুসল্লী বলেন, আমি প্রায় ৩৫/৪০ বছর ধরে এই মসজিদে আসা যাওয়া করি, নামাজ পড়ি। আর সবথেকে বড় কথা এই মসজিদে আসলে আমার মনের কাছে ভালো লাগে, তৃপ্তি লাগে। আমার আওলাদে রসূলের গওসপাকের কদম আছে এই মসজিদে। যার কারণে এই মসজিদটাকে পবিত্র স্থান বলে মনে করি। শুধু আমি না রাজবাড়ী জেলার সকল মানুষ এই মসজিদটাকে পবিত্র স্থান বলে মনে করে। আমি একজন সাধারণ মুসল্লী হয়ে এখানে নামজ পড়ি, আমার অনেক ভালো লাগে।
 মসজিদের ক্যাম্পাসে টুপি, তসবিহ ও আতর বিক্রেতা গোলাই মল্লিক বলেন, আমি প্রায় ১৫/২০ বছর এই মসজিদে টুপি, আতর, তসবিহ বিক্রি করি। এখানে অনেক দূরদূরান্ত থেকে মানুষ নামাজ পড়তে আসে। মানুষের মনের একটা আশা বড় পীর আব্দুল কাদের জিলানীর মসজিদ, আওলাদে রসূলের মসজিদ একারণে সবাই অনেকে দূর দূরান্ত থেকে নামাজ পড়তে আসে। নমাজ পড়তে এসে আমার কাছ থেকে টুপি নেই, আতর, তসবিহ নেই। আবার মসজিদটা দেখে তারা বলে অনেক সুন্দর মসজিদ। আবার অনেকে দূরদূরান্ত থেকে তাদের মনোবাসনা পূরণের জন্য মসজিদে মানত নিয়ে আসে। অনেকে তাদের ছোট বাচ্চাকে চিনি মুখে দেওয়াতে এই মসজিদে নিয়ে আসে।
 বড় মসজিদের মোয়াজ্জিম মোঃ আনিসুর রহমান বলেন, আমাদের এই মসজিদটা ঐতিহ্যবাহী বড় মসজিদ নামে পরিচিত। এই মসজিদে আল্লাহ’র রসূল(সাঃ) প্রদত্ত কিছু নেয়ামত রয়েছে যার কারণে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্থান থেকে এই মসজিদ পাকে মুসল্লীরা আগমন করেন।  এই মসজিদে আওলাদে রাসূলের কদম পাক আছে। তাদের দয়া পাওয়ার উদ্দেশ্যে, সন্তুষ্টি পাওয়ার উদ্দেশ্য অনেক মুসল্লী এখানে আসনে। নামে যেমন বড় মসজিদ,কাজেও তেমন বড় মসজিদ। এখানে জুম্মার নামাজে প্রায় ১২০০ লোকের নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে। জুম্মার দিনে সমস্ত মসজিদ ভরে যায় এবং পাশে ফ্লোরেও লোক ভরে যায়।
 তিনি আরও বলেন, এই মসজিদে আরও কিছু ঐতিহ্য রয়েছে যেমন চার জন আওলাদে রাসূল এখানে আগমন করেছেন। আমি মোয়াজ্জেম হিসেবে আমার যতটুকু জানা আছে, বিভিন্ন মুসল্লীরা বলেন এই মসজিদে নামাজ পড়লে অন্তর শীতলতা হয়ে যায়, তাদের নামাজে ও ইবাদাতে মনযোগ আসে। একারণে মুসল্লীরা এখানে আগমন করেন এবং ইবাদত করতে আসেন।
 মসজিদের পেশ ইমাম আলহাজ্ব হাফেজ মোঃ শাহজাহান বলেন, রাজবাড়ী পৌরসভার মধ্যে এখন অনেক মসজিদ রয়েছে। তবে বৃটিশ আমলে এখানে মাত্র তিনটা মসজিদ ছিলো। তার মধ্যে একটি হচ্ছে রাজবাড়ীর বড় মসজিদ। ১৮৯২ সালে আওলাদে রাসূলের ৩২তম পুরুষ হযরত সৈয়দ শাহ মুরশিদ আলী আল কাদেরী এখনে এসেছিলেন। তার কদম পাকের ছোঁয়া এখানে পড়েছে। তারপর থেকেই এটি বড় মসজিদ নামে পরিচিতি লাভ করে। এরপর হযরত সৈয়দ শাহ মুরশিদ আলী আল কাদেরীর সুযোগ্য শাহজাদা হযরত সৈয়দ শাহ এরশাদ আলী আল কাদেরী তিনিও এখানে আগমন করেছিলেন এবং পরে তার সুযোগ্য শাহজাদা হযরত সৈয়দ শাহ মুস্তারশীদ আলী আল কাদেরী তিনিও আগমন করেছিলেন। তার অবর্তমানে তারই সুযোগ্য শাহজাদা হযরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদেরী তিনি গদ্দেনশীন হবার পর ৫বার এখানে আগমন করেছেন। তার অবর্তমানে তার ছোট ভাইয়ের ছেলে বর্তমান সাজ্জাদানশীল হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরী আল বাগদাদী আল হাসানি আল হোসাইনি আল মেদিনীপুরী(আঃ) এর কদম পাকের আগমন এখানে ঘটেছে। সেই হিসেবে এই মসজিদ অত্র এলাকার মানুষের কাছে বড় মসজিদ হিসেবে পরিচিতি লাভ করে।
 তিনি আরও বলেন, বিশেষ করে আমাদের এই মসজিদে মুসল্লীদের সুবিধার্থে অজুখানা, টয়লেট সহ সব ধরণের সুযোগ সুবিধা রয়েছে। এছাড়াও মসজিদের ভিতরের সৌন্দর্য, পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে অন্যান্য মসজিদ থেকে আমাদের মসজিদ উল্লেখযোগ্য। এখানে পাঁচ ওয়াক্ত নামাজ হয়। প্রতি ওয়াক্তে দুই শতাধিক মুসল্লী নামাজ পড়ে। এছাড়াও জুম্মার নামাজে প্রায় ১৫ শতাধিক মুসল্লী একসাথে নামাজ আদায় করে। যত ধরনের সুযোগ সুবিধা মুসল্লীদের দেওয়ার দরকার তা দেওয়ার জন্য মসজিদ কর্তৃপক্ষ আপ্রাণ চেষ্টা করে। সামনে মাহে রমজান। এই মাহে রমজানে প্রতিদিন কর্তৃপক্ষের উদ্যোগে ইফতারের আয়োজন হয় এবং অগণিত লোক এখানে ইফতারিতে শরীক হন। এছাড়াও পবিত্র খতম তারাবিহ হয়, দুই জন হাফেজ সাহেব খতম তারাবীর নামাজ পড়ান। এছাড়াও কেউ বড় বিপদে পড়লে কঠিন অসুস্থ হলে আওলাদে রাসূলের এই দরবার শরীফে এসে বিভিন্ন মান্নত করে তাদের সে সমস্ত বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য এবং মানুষ সেটা পাইও। এই জন্য এই মসজিদটি অন্যান্য মসজিদ থেকে একটু ব্যাতিক্রম ও মর্যাদাপূর্ণ বলে সবাই মনে করে।
 উল্লেখ্য, হযরত সৈয়দ শাহ মুরশিদ আলী আল কাদেরীর পরবর্তী বংশধরের অনেকে গদ্দেনশীন হয়ে রাজবাড়ীতে এসে এ তরিকার অনুসারীদের সঙ্গে সাক্ষাত করেন। সর্বশেষ চলতি বছরের ২রা মার্চ ভারতের মেদিনীপুরের আঞ্জুমান-ই-কাদেরিয়া তারিকার পীর ও হযরত আব্দুল কাদির জিলানী(রঃ) এর বংশধর হজরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরী আল হুসাইনী(রঃ)রাজবাড়ীতে এসেছিলেন। প্রথমে তিনি হেলিকপ্টারে দৌলতদিয়াতে আসেন সেখানে তাকে দেখতে লক্ষাধিক মানুষের আগমন ঘটে। পরবর্তীতে তিনি রাজবাড়ী বড় মসজিদ(খানকা শরীফে) আসেন। এর আগে ২০১২ সালে বর্তমান বড় হুজুর রসুলে পাক (সঃ) এর ৩৫তম বংশধর হজরত সৈয়দ শাহ রশীদ আলী আল কাদেরী আল হুসাইনী আল মেদেনীপুরী দুই দিনের সফরে রাজবাড়ীতে আসেন।
 ১৯০১ সালে হযরত সৈয়দ শাহ মুরশিদ আলী আল কাদেরী মৃত্যুবরণ করলে ১৯০২ সালে ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরে ১৭ ফেব্রুয়ারী(৪ঠা ফাল্গুন) প্রথম বাৎসরিক ওরশ শরীফ অনুষ্ঠিত হয়। এরপর থেকে প্রতিবছর অর্থাৎ এখন পর্যন্ত ১২৩তম ওরশ শরীফ অনুষ্ঠিত হয়েছে। আর প্রতিবছর ওরশ শরীফ উপলক্ষ্যে ভারত বাংলাদেশ সরকারের যৌথ আয়োজনে রাজবাড়ী থেকে একমাত্র ওরশ স্পেশাল ট্রেন ভারতের মেদিনীপুরে যায়। সর্বশেষ চলতি বছর ২৪টি বগিতে ২হাজার ২৫৬ জন মুরিদান ওরশে যোগদান করেন। সেই সময় ভারতের মেদিনীপুরের সঙ্গে মিল রেখে রাজবাড়ীর বড় মসজিদ খানকা শরীফেও ওরশের আয়োজন করা হয়।
 এছাড়া প্রতি চাঁদে বড় পীরের মৃত্যু দিনে ১১ই শরীফে দোয়ার আয়োজন, ১২ই শরীফে রসুল পাক(সঃ) এর জন্ম ও মৃত্যুদিনে দোয়া মাহফিল, আলোচনা এবং মা ফাতেমা, ইমাম হাসান ও হুসাইনের জন্ম ও মৃত্যু দিনেও দোয়া মাহফিল ও আলোচনার আয়োজন করা হয় মসজিদটিতে। এছাড়া ১০ই মহরম আঞ্জুমান-ই-কাদেরীয়ার উদ্যোগে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি ও তরিকার অনুসারীরা আশুরার শোক র‌্যালিতে অংশ নেন।
 ১৮৯২ সালের হুজুর ও পরবর্তী সময়ে তার বংশধরদের আগমনে রাজবাড়ীর অনেকে তাদের সান্নিধ্য পেয়ে মুরিদান গ্রহণ করেন। বর্তমানে কাদেরীয়া তরিকার রাজবাড়ী, পাবনাসহ সারাদেশে প্রায় ৫ লক্ষাধিক মুরিদান আছেন। প্রতি বছর রাজবাড়ী থেকে মুরিদানরা ওরশে স্পেশাল ট্রেনে ভারতের মেদিনীপুরে যান২০০ বছরের পুরনো রাজবাড়ীর বড় মসজিদ
আগলে রেখেছে মহানবীর বংশধরদের স্মৃতি
॥মীর সামসুজ্জামান সৌরভ॥ বাংলাদেশের বিভিন্ন স্থানে দাঁড়িয়ে আছে মুসলিম ঐতিহ্যের অনেক নিদর্শন। তাদের মধ্যে কোনো কোনোটি কয়েকশ বছরের পুরোনো। এমনই একটি নিদর্শন হলো রাজবাড়ী শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বড় মসজিদ যা খানকা শরীফ নামে পরিচিত। ইতিহাস ঐতিহ্যের এক অন্যান্য নিদর্শনের দৃষ্টিনন্দন এই মসজিদটি প্রায় দুইশ বছরের পুরনো বলে জানা গেছে। নান্দনিক এই মসজিদে জেলার বিভিন্ন অঞ্চলের দর্শনার্থীদের আগমন ঘটে।
 জানা গেছে, রাজবাড়ী জেলা শহরের প্রাণকেন্দ্র পৌরসভার সামনে ৮৫ শতাংশ জমির ওপর রাজবাড়ীর বড় মসজিদ(খানকা শরীফ) অবস্থিত। ১৮২০ থেকে ১৮৩০ সালের মধ্যে মসজিদটি প্রতিষ্ঠিত হয় বলে জানা গেছে। তবে মসজিদটির প্রতিষ্ঠার সঠিক সময় কেউ বলতে পারেনি। প্রতিষ্ঠালগ্নে এই মসজিদটির নাম ছিলো রাজবাড়ী টাউন মসজিদ। পরে আওলাদে রাসূল মহানবী হযরত মুহাম্মদ(সাঃ) এর ৩২তম বংশধর হযরত সৈয়দ শাহ মুরশিদ আলী আল কাদেরী ১৮৯২ সালে রাজবাড়ীতে অবস্থান নেন। তার কদম পাকের ছোঁয়ায় এই মসজিদটি বড় মসজিদ ও খানকা শরীফ হিসেবে পরিচিতি লাভ করে। তখন মসজিদটি দোচালা ছনের ছিল। ওই সময় মহকুমার সাব-রেজিস্ট্রার এনামুল কবিরসহ ৩জন তার কাছে মুরিদান গ্রহণ করেন। তখন থেকে আস্তে আস্তে টাউন মসজিদ থেকে রাজবাড়ী বড় মসজিদ খানকা শরীফ নামকরণ হয় মসজিদটির।
 এরপর হযরত সৈয়দ শাহ মুরশিদ আলী আল কাদেরীর সুযোগ্য শাহজাদা হযরত সৈয়দ শাহ এরশাদ আলী আল কাদেরী তিনিও এখানে আগমন করেছিলেন এবং পরে তার সুযোগ্য শাহজাদা হযরত সৈয়দ শাহ মুস্তারশীদ আলী আল কাদেরী তিনিও আগমন করেছিলেন। তার অবর্তমানে তারই সুযোগ্য শাহজাদা হযরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদেরী তিনি গদ্দেনশীন হবার পর ৫ বার এখানে আগমন করেছেন। তার অবর্তমানে তার ছোট ভাইয়ের ছেলে বর্তমান সাজ্জাদানশীল হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরী আল বাগদাদী আল হাসানি আল হোসাইনি আল মেদিনীপুরী(আঃ) এর কদম পাকের আগমন এখানে ঘটেছে।সেই হিসেবে এই মসজিদ অত্র এলাকার মানুষের কাছে বড় মসজিদ হিসেবে পরিচিত এবং আওলাদে রাসূলের খানকা শরীফ হিসেবে পরিচিত হওয়ার কারণে অগণিত ভক্তবৃন্দ মানুষ ও বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষের এখানে আগমন ঘটে। 
 বর্তমানে আঞ্জুমান-ই-কাদেরীয়া মসজিদটি পরিচালনা করেন। যার সভাপতি কাজী ইরাদত আলী ও সাধারণ সম্পাদক মোঃ আতিকুল ইসলাম চৌধুরী রতন । বর্তমানে সারাদেশে এর ১৮টি শাখা রয়েছে।
 সরেজমিনে দেখা গেছে, রাজবাড়ী শহরের প্রাণকেন্দ্রে পৌরসভার পাশেই মসজিদটির অবস্থান। একতলা ভবন বিশিষ্ট মসজিদটির রয়েছে সুবিশাল এক গম্বুজ। নারীদের জন্য রয়েছে আলাদা নামাজের জায়গা।হুজুরা শরীফ, খানকা শরীফ, অতিথিদের থাকাসহ বিভিন্ন ব্যবস্থা রয়েছে। দূর-দূরান্ত থেকে অনেক দর্শনার্থী ও মুসল্লীরা এখানে নামাজ পড়তে আসেন। কেউ কেউ আসেন মসজিদটি একনজর দেখতে। আবার কেউ কেউ তাদের মনোবাসনা পূরণের জন্য মানত নিয়ে আসেন মসজিদে। শুধু মুসলিমরা নয় বিভিন্ন ধর্মের মানুষ ভেদাভেদ ভূলে এই মসজিদে রোগবালাই থেকে মুক্তি লাভের আশায় ও বিভিন্ন কারণে মানত করতে অনেকেই আসেন, করেন দান-ছদগা। বতর্মানে মসজিদটি সাজানো ও পরিপাটি। জেলার সবচেয়ে সুন্দর ও মর্যাদাপূর্ণ মসজিদ বলেও ধারণা কাদেরীয়া তরিকার মুরিদান এবং বিভিন্ন ধর্মের মানুষের। এখানে একসঙ্গে প্রায় দুই থেকে আড়াই হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন।
 মরিয়ম খাতুন নামের এক নারী বলেন, আমাদের এলাকার অনেক মানুষের ক্ষেতের ধান নষ্ট হয়ে যায়। আল্লাহ দিলে হুজুর পাকের দোয়ায় আমার ক্ষেতের ধান নষ্ট হয়নি। একারণে আমি মানত করেছিলাম এই মসজিদে চাল দিবো। সেই চাল আজ দিয়ে গেলাম।আমি এই মসজিদের এসে হুজুর পাকের কাছে যা আবদার করি তাই পাই। এছাড়াও এখানে আসলে আমার মনের আশা পূরণ হয়, যেইটা কই আল্লাহ দিলে সেটাই পূরণ হয়ে যায়। সেই বিশ্বাস থেকেই এখানে আসা। এখানে আমার অনেকদিন আগে থেকেই আসা-যাওয়া।
 মোঃ মহিউদ্দিন নামের এক স্থানীয় মুসল্লী বলেন, আমি প্রায় ৩৫/৪০ বছর ধরে এই মসজিদে আসা যাওয়া করি, নামাজ পড়ি। আর সবথেকে বড় কথা এই মসজিদে আসলে আমার মনের কাছে ভালো লাগে, তৃপ্তি লাগে। আমার আওলাদে রসূলের গওসপাকের কদম আছে এই মসজিদে। যার কারণে এই মসজিদটাকে পবিত্র স্থান বলে মনে করি। শুধু আমি না রাজবাড়ী জেলার সকল মানুষ এই মসজিদটাকে পবিত্র স্থান বলে মনে করে। আমি একজন সাধারণ মুসল্লী হয়ে এখানে নামজ পড়ি, আমার অনেক ভালো লাগে।
 মসজিদের ক্যাম্পাসে টুপি, তসবিহ ও আতর বিক্রেতা গোলাই মল্লিক বলেন, আমি প্রায় ১৫/২০ বছর এই মসজিদে টুপি, আতর, তসবিহ বিক্রি করি। এখানে অনেক দূরদূরান্ত থেকে মানুষ নামাজ পড়তে আসে। মানুষের মনের একটা আশা বড় পীর আব্দুল কাদের জিলানীর মসজিদ, আওলাদে রসূলের মসজিদ একারণে সবাই অনেকে দূর দূরান্ত থেকে নামাজ পড়তে আসে। নমাজ পড়তে এসে আমার কাছ থেকে টুপি নেই, আতর, তসবিহ নেই। আবার মসজিদটা দেখে তারা বলে অনেক সুন্দর মসজিদ। আবার অনেকে দূরদূরান্ত থেকে তাদের মনোবাসনা পূরণের জন্য মসজিদে মানত নিয়ে আসে। অনেকে তাদের ছোট বাচ্চাকে চিনি মুখে দেওয়াতে এই মসজিদে নিয়ে আসে।
 বড় মসজিদের মোয়াজ্জিম মোঃ আনিসুর রহমান বলেন, আমাদের এই মসজিদটা ঐতিহ্যবাহী বড় মসজিদ নামে পরিচিত। এই মসজিদে আল্লাহ’র রসূল(সাঃ) প্রদত্ত কিছু নেয়ামত রয়েছে যার কারণে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্থান থেকে এই মসজিদ পাকে মুসল্লীরা আগমন করেন।  এই মসজিদে আওলাদে রাসূলের কদম পাক আছে। তাদের দয়া পাওয়ার উদ্দেশ্যে, সন্তুষ্টি পাওয়ার উদ্দেশ্য অনেক মুসল্লী এখানে আসনে। নামে যেমন বড় মসজিদ,কাজেও তেমন বড় মসজিদ। এখানে জুম্মার নামাজে প্রায় ১২০০ লোকের নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে। জুম্মার দিনে সমস্ত মসজিদ ভরে যায় এবং পাশে ফ্লোরেও লোক ভরে যায়।
 তিনি আরও বলেন, এই মসজিদে আরও কিছু ঐতিহ্য রয়েছে যেমন চার জন আওলাদে রাসূল এখানে আগমন করেছেন। আমি মোয়াজ্জেম হিসেবে আমার যতটুকু জানা আছে, বিভিন্ন মুসল্লীরা বলেন এই মসজিদে নামাজ পড়লে অন্তর শীতলতা হয়ে যায়, তাদের নামাজে ও ইবাদাতে মনযোগ আসে। একারণে মুসল্লীরা এখানে আগমন করেন এবং ইবাদত করতে আসেন।
 মসজিদের পেশ ইমাম আলহাজ্ব হাফেজ মোঃ শাহজাহান বলেন, রাজবাড়ী পৌরসভার মধ্যে এখন অনেক মসজিদ রয়েছে। তবে বৃটিশ আমলে এখানে মাত্র তিনটা মসজিদ ছিলো। তার মধ্যে একটি হচ্ছে রাজবাড়ীর বড় মসজিদ। ১৮৯২ সালে আওলাদে রাসূলের ৩২তম পুরুষ হযরত সৈয়দ শাহ মুরশিদ আলী আল কাদেরী এখনে এসেছিলেন। তার কদম পাকের ছোঁয়া এখানে পড়েছে। তারপর থেকেই এটি বড় মসজিদ নামে পরিচিতি লাভ করে। এরপর হযরত সৈয়দ শাহ মুরশিদ আলী আল কাদেরীর সুযোগ্য শাহজাদা হযরত সৈয়দ শাহ এরশাদ আলী আল কাদেরী তিনিও এখানে আগমন করেছিলেন এবং পরে তার সুযোগ্য শাহজাদা হযরত সৈয়দ শাহ মুস্তারশীদ আলী আল কাদেরী তিনিও আগমন করেছিলেন। তার অবর্তমানে তারই সুযোগ্য শাহজাদা হযরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদেরী তিনি গদ্দেনশীন হবার পর ৫বার এখানে আগমন করেছেন। তার অবর্তমানে তার ছোট ভাইয়ের ছেলে বর্তমান সাজ্জাদানশীল হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরী আল বাগদাদী আল হাসানি আল হোসাইনি আল মেদিনীপুরী(আঃ) এর কদম পাকের আগমন এখানে ঘটেছে। সেই হিসেবে এই মসজিদ অত্র এলাকার মানুষের কাছে বড় মসজিদ হিসেবে পরিচিতি লাভ করে।
 তিনি আরও বলেন, বিশেষ করে আমাদের এই মসজিদে মুসল্লীদের সুবিধার্থে অজুখানা, টয়লেট সহ সব ধরণের সুযোগ সুবিধা রয়েছে। এছাড়াও মসজিদের ভিতরের সৌন্দর্য, পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে অন্যান্য মসজিদ থেকে আমাদের মসজিদ উল্লেখযোগ্য। এখানে পাঁচ ওয়াক্ত নামাজ হয়। প্রতি ওয়াক্তে দুই শতাধিক মুসল্লী নামাজ পড়ে। এছাড়াও জুম্মার নামাজে প্রায় ১৫ শতাধিক মুসল্লী একসাথে নামাজ আদায় করে। যত ধরনের সুযোগ সুবিধা মুসল্লীদের দেওয়ার দরকার তা দেওয়ার জন্য মসজিদ কর্তৃপক্ষ আপ্রাণ চেষ্টা করে। সামনে মাহে রমজান। এই মাহে রমজানে প্রতিদিন কর্তৃপক্ষের উদ্যোগে ইফতারের আয়োজন হয় এবং অগণিত লোক এখানে ইফতারিতে শরীক হন। এছাড়াও পবিত্র খতম তারাবিহ হয়, দুই জন হাফেজ সাহেব খতম তারাবীর নামাজ পড়ান। এছাড়াও কেউ বড় বিপদে পড়লে কঠিন অসুস্থ হলে আওলাদে রাসূলের এই দরবার শরীফে এসে বিভিন্ন মান্নত করে তাদের সে সমস্ত বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য এবং মানুষ সেটা পাইও। এই জন্য এই মসজিদটি অন্যান্য মসজিদ থেকে একটু ব্যাতিক্রম ও মর্যাদাপূর্ণ বলে সবাই মনে করে।
 উল্লেখ্য, হযরত সৈয়দ শাহ মুরশিদ আলী আল কাদেরীর পরবর্তী বংশধরের অনেকে গদ্দেনশীন হয়ে রাজবাড়ীতে এসে এ তরিকার অনুসারীদের সঙ্গে সাক্ষাত করেন। সর্বশেষ চলতি বছরের ২রা মার্চ ভারতের মেদিনীপুরের আঞ্জুমান-ই-কাদেরিয়া তারিকার পীর ও হযরত আব্দুল কাদির জিলানী(রঃ) এর বংশধর হজরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরী আল হুসাইনী(রঃ)রাজবাড়ীতে এসেছিলেন। প্রথমে তিনি হেলিকপ্টারে দৌলতদিয়াতে আসেন সেখানে তাকে দেখতে লক্ষাধিক মানুষের আগমন ঘটে। পরবর্তীতে তিনি রাজবাড়ী বড় মসজিদ(খানকা শরীফে) আসেন। এর আগে ২০১২ সালে বর্তমান বড় হুজুর রসুলে পাক (সঃ) এর ৩৫তম বংশধর হজরত সৈয়দ শাহ রশীদ আলী আল কাদেরী আল হুসাইনী আল মেদেনীপুরী দুই দিনের সফরে রাজবাড়ীতে আসেন।
 ১৯০১ সালে হযরত সৈয়দ শাহ মুরশিদ আলী আল কাদেরী মৃত্যুবরণ করলে ১৯০২ সালে ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরে ১৭ ফেব্রুয়ারী(৪ঠা ফাল্গুন) প্রথম বাৎসরিক ওরশ শরীফ অনুষ্ঠিত হয়। এরপর থেকে প্রতিবছর অর্থাৎ এখন পর্যন্ত ১২৩তম ওরশ শরীফ অনুষ্ঠিত হয়েছে। আর প্রতিবছর ওরশ শরীফ উপলক্ষ্যে ভারত বাংলাদেশ সরকারের যৌথ আয়োজনে রাজবাড়ী থেকে একমাত্র ওরশ স্পেশাল ট্রেন ভারতের মেদিনীপুরে যায়। সর্বশেষ চলতি বছর ২৪টি বগিতে ২হাজার ২৫৬ জন মুরিদান ওরশে যোগদান করেন। সেই সময় ভারতের মেদিনীপুরের সঙ্গে মিল রেখে রাজবাড়ীর বড় মসজিদ খানকা শরীফেও ওরশের আয়োজন করা হয়।
 এছাড়া প্রতি চাঁদে বড় পীরের মৃত্যু দিনে ১১ই শরীফে দোয়ার আয়োজন, ১২ই শরীফে রসুল পাক(সঃ) এর জন্ম ও মৃত্যুদিনে দোয়া মাহফিল, আলোচনা এবং মা ফাতেমা, ইমাম হাসান ও হুসাইনের জন্ম ও মৃত্যু দিনেও দোয়া মাহফিল ও আলোচনার আয়োজন করা হয় মসজিদটিতে। এছাড়া ১০ই মহরম আঞ্জুমান-ই-কাদেরীয়ার উদ্যোগে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি ও তরিকার অনুসারীরা আশুরার শোক র‌্যালিতে অংশ নেন।
 ১৮৯২ সালের হুজুর ও পরবর্তী সময়ে তার বংশধরদের আগমনে রাজবাড়ীর অনেকে তাদের সান্নিধ্য পেয়ে মুরিদান গ্রহণ করেন। বর্তমানে কাদেরীয়া তরিকার রাজবাড়ী, পাবনাসহ সারাদেশে প্রায় ৫ লক্ষাধিক মুরিদান আছেন। প্রতি বছর রাজবাড়ী থেকে মুরিদানরা ওরশে স্পেশাল ট্রেনে ভারতের মেদিনীপুরে যান।

২০০ বছরের পুরনো রাজবাড়ীর বড় মসজিদ
আগলে রেখেছে মহানবীর বংশধরদের স্মৃতি
॥মীর সামসুজ্জামান সৌরভ॥ বাংলাদেশের বিভিন্ন স্থানে দাঁড়িয়ে আছে মুসলিম ঐতিহ্যের অনেক নিদর্শন। তাদের মধ্যে কোনো কোনোটি কয়েকশ বছরের পুরোনো। এমনই একটি নিদর্শন হলো রাজবাড়ী শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বড় মসজিদ যা খানকা শরীফ নামে পরিচিত। ইতিহাস ঐতিহ্যের এক অন্যান্য নিদর্শনের দৃষ্টিনন্দন এই মসজিদটি প্রায় দুইশ বছরের পুরনো বলে জানা গেছে। নান্দনিক এই মসজিদে জেলার বিভিন্ন অঞ্চলের দর্শনার্থীদের আগমন ঘটে।
 জানা গেছে, রাজবাড়ী জেলা শহরের প্রাণকেন্দ্র পৌরসভার সামনে ৮৫ শতাংশ জমির ওপর রাজবাড়ীর বড় মসজিদ(খানকা শরীফ) অবস্থিত। ১৮২০ থেকে ১৮৩০ সালের মধ্যে মসজিদটি প্রতিষ্ঠিত হয় বলে জানা গেছে। তবে মসজিদটির প্রতিষ্ঠার সঠিক সময় কেউ বলতে পারেনি। প্রতিষ্ঠালগ্নে এই মসজিদটির নাম ছিলো রাজবাড়ী টাউন মসজিদ। পরে আওলাদে রাসূল মহানবী হযরত মুহাম্মদ(সাঃ) এর ৩২তম বংশধর হযরত সৈয়দ শাহ মুরশিদ আলী আল কাদেরী ১৮৯২ সালে রাজবাড়ীতে অবস্থান নেন। তার কদম পাকের ছোঁয়ায় এই মসজিদটি বড় মসজিদ ও খানকা শরীফ হিসেবে পরিচিতি লাভ করে। তখন মসজিদটি দোচালা ছনের ছিল। ওই সময় মহকুমার সাব-রেজিস্ট্রার এনামুল কবিরসহ ৩জন তার কাছে মুরিদান গ্রহণ করেন। তখন থেকে আস্তে আস্তে টাউন মসজিদ থেকে রাজবাড়ী বড় মসজিদ খানকা শরীফ নামকরণ হয় মসজিদটির।
 এরপর হযরত সৈয়দ শাহ মুরশিদ আলী আল কাদেরীর সুযোগ্য শাহজাদা হযরত সৈয়দ শাহ এরশাদ আলী আল কাদেরী তিনিও এখানে আগমন করেছিলেন এবং পরে তার সুযোগ্য শাহজাদা হযরত সৈয়দ শাহ মুস্তারশীদ আলী আল কাদেরী তিনিও আগমন করেছিলেন। তার অবর্তমানে তারই সুযোগ্য শাহজাদা হযরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদেরী তিনি গদ্দেনশীন হবার পর ৫ বার এখানে আগমন করেছেন। তার অবর্তমানে তার ছোট ভাইয়ের ছেলে বর্তমান সাজ্জাদানশীল হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরী আল বাগদাদী আল হাসানি আল হোসাইনি আল মেদিনীপুরী(আঃ) এর কদম পাকের আগমন এখানে ঘটেছে।সেই হিসেবে এই মসজিদ অত্র এলাকার মানুষের কাছে বড় মসজিদ হিসেবে পরিচিত এবং আওলাদে রাসূলের খানকা শরীফ হিসেবে পরিচিত হওয়ার কারণে অগণিত ভক্তবৃন্দ মানুষ ও বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষের এখানে আগমন ঘটে। 
 বর্তমানে আঞ্জুমান-ই-কাদেরীয়া মসজিদটি পরিচালনা করেন। যার সভাপতি কাজী ইরাদত আলী ও সাধারণ সম্পাদক মোঃ আতিকুল ইসলাম চৌধুরী রতন । বর্তমানে সারাদেশে এর ১৮টি শাখা রয়েছে।
 সরেজমিনে দেখা গেছে, রাজবাড়ী শহরের প্রাণকেন্দ্রে পৌরসভার পাশেই মসজিদটির অবস্থান। একতলা ভবন বিশিষ্ট মসজিদটির রয়েছে সুবিশাল এক গম্বুজ। নারীদের জন্য রয়েছে আলাদা নামাজের জায়গা।হুজুরা শরীফ, খানকা শরীফ, অতিথিদের থাকাসহ বিভিন্ন ব্যবস্থা রয়েছে। দূর-দূরান্ত থেকে অনেক দর্শনার্থী ও মুসল্লীরা এখানে নামাজ পড়তে আসেন। কেউ কেউ আসেন মসজিদটি একনজর দেখতে। আবার কেউ কেউ তাদের মনোবাসনা পূরণের জন্য মানত নিয়ে আসেন মসজিদে। শুধু মুসলিমরা নয় বিভিন্ন ধর্মের মানুষ ভেদাভেদ ভূলে এই মসজিদে রোগবালাই থেকে মুক্তি লাভের আশায় ও বিভিন্ন কারণে মানত করতে অনেকেই আসেন, করেন দান-ছদগা। বতর্মানে মসজিদটি সাজানো ও পরিপাটি। জেলার সবচেয়ে সুন্দর ও মর্যাদাপূর্ণ মসজিদ বলেও ধারণা কাদেরীয়া তরিকার মুরিদান এবং বিভিন্ন ধর্মের মানুষের। এখানে একসঙ্গে প্রায় দুই থেকে আড়াই হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন।
 মরিয়ম খাতুন নামের এক নারী বলেন, আমাদের এলাকার অনেক মানুষের ক্ষেতের ধান নষ্ট হয়ে যায়। আল্লাহ দিলে হুজুর পাকের দোয়ায় আমার ক্ষেতের ধান নষ্ট হয়নি। একারণে আমি মানত করেছিলাম এই মসজিদে চাল দিবো। সেই চাল আজ দিয়ে গেলাম।আমি এই মসজিদের এসে হুজুর পাকের কাছে যা আবদার করি তাই পাই। এছাড়াও এখানে আসলে আমার মনের আশা পূরণ হয়, যেইটা কই আল্লাহ দিলে সেটাই পূরণ হয়ে যায়। সেই বিশ্বাস থেকেই এখানে আসা। এখানে আমার অনেকদিন আগে থেকেই আসা-যাওয়া।
 মোঃ মহিউদ্দিন নামের এক স্থানীয় মুসল্লী বলেন, আমি প্রায় ৩৫/৪০ বছর ধরে এই মসজিদে আসা যাওয়া করি, নামাজ পড়ি। আর সবথেকে বড় কথা এই মসজিদে আসলে আমার মনের কাছে ভালো লাগে, তৃপ্তি লাগে। আমার আওলাদে রসূলের গওসপাকের কদম আছে এই মসজিদে। যার কারণে এই মসজিদটাকে পবিত্র স্থান বলে মনে করি। শুধু আমি না রাজবাড়ী জেলার সকল মানুষ এই মসজিদটাকে পবিত্র স্থান বলে মনে করে। আমি একজন সাধারণ মুসল্লী হয়ে এখানে নামজ পড়ি, আমার অনেক ভালো লাগে।
 মসজিদের ক্যাম্পাসে টুপি, তসবিহ ও আতর বিক্রেতা গোলাই মল্লিক বলেন, আমি প্রায় ১৫/২০ বছর এই মসজিদে টুপি, আতর, তসবিহ বিক্রি করি। এখানে অনেক দূরদূরান্ত থেকে মানুষ নামাজ পড়তে আসে। মানুষের মনের একটা আশা বড় পীর আব্দুল কাদের জিলানীর মসজিদ, আওলাদে রসূলের মসজিদ একারণে সবাই অনেকে দূর দূরান্ত থেকে নামাজ পড়তে আসে। নমাজ পড়তে এসে আমার কাছ থেকে টুপি নেই, আতর, তসবিহ নেই। আবার মসজিদটা দেখে তারা বলে অনেক সুন্দর মসজিদ। আবার অনেকে দূরদূরান্ত থেকে তাদের মনোবাসনা পূরণের জন্য মসজিদে মানত নিয়ে আসে। অনেকে তাদের ছোট বাচ্চাকে চিনি মুখে দেওয়াতে এই মসজিদে নিয়ে আসে।
 বড় মসজিদের মোয়াজ্জিম মোঃ আনিসুর রহমান বলেন, আমাদের এই মসজিদটা ঐতিহ্যবাহী বড় মসজিদ নামে পরিচিত। এই মসজিদে আল্লাহ’র রসূল(সাঃ) প্রদত্ত কিছু নেয়ামত রয়েছে যার কারণে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্থান থেকে এই মসজিদ পাকে মুসল্লীরা আগমন করেন।  এই মসজিদে আওলাদে রাসূলের কদম পাক আছে। তাদের দয়া পাওয়ার উদ্দেশ্যে, সন্তুষ্টি পাওয়ার উদ্দেশ্য অনেক মুসল্লী এখানে আসনে। নামে যেমন বড় মসজিদ,কাজেও তেমন বড় মসজিদ। এখানে জুম্মার নামাজে প্রায় ১২০০ লোকের নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে। জুম্মার দিনে সমস্ত মসজিদ ভরে যায় এবং পাশে ফ্লোরেও লোক ভরে যায়।
 তিনি আরও বলেন, এই মসজিদে আরও কিছু ঐতিহ্য রয়েছে যেমন চার জন আওলাদে রাসূল এখানে আগমন করেছেন। আমি মোয়াজ্জেম হিসেবে আমার যতটুকু জানা আছে, বিভিন্ন মুসল্লীরা বলেন এই মসজিদে নামাজ পড়লে অন্তর শীতলতা হয়ে যায়, তাদের নামাজে ও ইবাদাতে মনযোগ আসে। একারণে মুসল্লীরা এখানে আগমন করেন এবং ইবাদত করতে আসেন।
 মসজিদের পেশ ইমাম আলহাজ্ব হাফেজ মোঃ শাহজাহান বলেন, রাজবাড়ী পৌরসভার মধ্যে এখন অনেক মসজিদ রয়েছে। তবে বৃটিশ আমলে এখানে মাত্র তিনটা মসজিদ ছিলো। তার মধ্যে একটি হচ্ছে রাজবাড়ীর বড় মসজিদ। ১৮৯২ সালে আওলাদে রাসূলের ৩২তম পুরুষ হযরত সৈয়দ শাহ মুরশিদ আলী আল কাদেরী এখনে এসেছিলেন। তার কদম পাকের ছোঁয়া এখানে পড়েছে। তারপর থেকেই এটি বড় মসজিদ নামে পরিচিতি লাভ করে। এরপর হযরত সৈয়দ শাহ মুরশিদ আলী আল কাদেরীর সুযোগ্য শাহজাদা হযরত সৈয়দ শাহ এরশাদ আলী আল কাদেরী তিনিও এখানে আগমন করেছিলেন এবং পরে তার সুযোগ্য শাহজাদা হযরত সৈয়দ শাহ মুস্তারশীদ আলী আল কাদেরী তিনিও আগমন করেছিলেন। তার অবর্তমানে তারই সুযোগ্য শাহজাদা হযরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদেরী তিনি গদ্দেনশীন হবার পর ৫বার এখানে আগমন করেছেন। তার অবর্তমানে তার ছোট ভাইয়ের ছেলে বর্তমান সাজ্জাদানশীল হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরী আল বাগদাদী আল হাসানি আল হোসাইনি আল মেদিনীপুরী(আঃ) এর কদম পাকের আগমন এখানে ঘটেছে। সেই হিসেবে এই মসজিদ অত্র এলাকার মানুষের কাছে বড় মসজিদ হিসেবে পরিচিতি লাভ করে।
 তিনি আরও বলেন, বিশেষ করে আমাদের এই মসজিদে মুসল্লীদের সুবিধার্থে অজুখানা, টয়লেট সহ সব ধরণের সুযোগ সুবিধা রয়েছে। এছাড়াও মসজিদের ভিতরের সৌন্দর্য, পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে অন্যান্য মসজিদ থেকে আমাদের মসজিদ উল্লেখযোগ্য। এখানে পাঁচ ওয়াক্ত নামাজ হয়। প্রতি ওয়াক্তে দুই শতাধিক মুসল্লী নামাজ পড়ে। এছাড়াও জুম্মার নামাজে প্রায় ১৫ শতাধিক মুসল্লী একসাথে নামাজ আদায় করে। যত ধরনের সুযোগ সুবিধা মুসল্লীদের দেওয়ার দরকার তা দেওয়ার জন্য মসজিদ কর্তৃপক্ষ আপ্রাণ চেষ্টা করে। সামনে মাহে রমজান। এই মাহে রমজানে প্রতিদিন কর্তৃপক্ষের উদ্যোগে ইফতারের আয়োজন হয় এবং অগণিত লোক এখানে ইফতারিতে শরীক হন। এছাড়াও পবিত্র খতম তারাবিহ হয়, দুই জন হাফেজ সাহেব খতম তারাবীর নামাজ পড়ান। এছাড়াও কেউ বড় বিপদে পড়লে কঠিন অসুস্থ হলে আওলাদে রাসূলের এই দরবার শরীফে এসে বিভিন্ন মান্নত করে তাদের সে সমস্ত বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য এবং মানুষ সেটা পাইও। এই জন্য এই মসজিদটি অন্যান্য মসজিদ থেকে একটু ব্যাতিক্রম ও মর্যাদাপূর্ণ বলে সবাই মনে করে।
 উল্লেখ্য, হযরত সৈয়দ শাহ মুরশিদ আলী আল কাদেরীর পরবর্তী বংশধরের অনেকে গদ্দেনশীন হয়ে রাজবাড়ীতে এসে এ তরিকার অনুসারীদের সঙ্গে সাক্ষাত করেন। সর্বশেষ চলতি বছরের ২রা মার্চ ভারতের মেদিনীপুরের আঞ্জুমান-ই-কাদেরিয়া তারিকার পীর ও হযরত আব্দুল কাদির জিলানী(রঃ) এর বংশধর হজরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরী আল হুসাইনী(রঃ)রাজবাড়ীতে এসেছিলেন। প্রথমে তিনি হেলিকপ্টারে দৌলতদিয়াতে আসেন সেখানে তাকে দেখতে লক্ষাধিক মানুষের আগমন ঘটে। পরবর্তীতে তিনি রাজবাড়ী বড় মসজিদ(খানকা শরীফে) আসেন। এর আগে ২০১২ সালে বর্তমান বড় হুজুর রসুলে পাক (সঃ) এর ৩৫তম বংশধর হজরত সৈয়দ শাহ রশীদ আলী আল কাদেরী আল হুসাইনী আল মেদেনীপুরী দুই দিনের সফরে রাজবাড়ীতে আসেন।
 ১৯০১ সালে হযরত সৈয়দ শাহ মুরশিদ আলী আল কাদেরী মৃত্যুবরণ করলে ১৯০২ সালে ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরে ১৭ ফেব্রুয়ারী(৪ঠা ফাল্গুন) প্রথম বাৎসরিক ওরশ শরীফ অনুষ্ঠিত

রাজবাড়ীতে জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা
রাজবাড়ী সফরে নির্বাচন কমিশনার মোঃ আলমগীর
রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ে রাজস্ব সম্মেলনসহ কয়েকটি সভা
সর্বশেষ সংবাদ