ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
গোয়ালন্দে ভোক্তার অভিযানে তিন দোকানীকে জরিমানা
  • ষ্টাফ রিপোর্টার
  • ২০২৪-০৩-৩০ ১৪:৫৫:২৫

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযানে গতকাল ৩০শে মার্চ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার গোয়ালন্দ বাজারের তিন দোকানীকে সাড়ে ৫হাজার টাকা জরিমানা করা হয়। 
 জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান এ বাজার তদারকি অভিযান পরিচালনা করেন। 
 জানা গেছে, গোয়ালন্দ বাজারের আল মদিনা ট্রেডার্সকে  মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে ২হাজার টাকা, রবিউল স্টোরকে পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন ও সংরক্ষণ না  করা  এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে ৩হাজার টাকা ও ভাই-ভাই ফল ভান্ডারকে পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন ও সংরক্ষণ না করার অপরাধে ৫শ টাকা জরিমানা করা হয়।
 ভোক্তার রাজবাড়ী কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে সর্বসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়। জনস্বার্থে এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।

রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
সর্বশেষ সংবাদ