ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ীতে বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃ একত্রীকরণে রেইজ প্রকল্পের ভূমিকা শীর্ষক সেমিনার
  • আসহাবুল ইয়ামিন রয়েন
  • ২০২৪-০৩-৩১ ১৫:৩৬:৪৫

রাজবাড়ী জেলা প্রশাসন ও ওয়েলফেয়ার সেন্টার ফরিদপুরের যৌথ আয়োজনে গতকাল ৩১শে মার্চ সকালে কালেক্টরেটের সম্মেলন কক্ষে বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে রেইজ প্রকল্পের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 
 জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক(প্রশাসন ও উন্নয়ন) ও যুগ্মসচিব আরিফ আহমেদ খান এবং বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকার, রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু ও অন্যান্য অতিথিদের মধ্যে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল মজিদ, টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী নূর অতএব আহম্মদ, ফরিদপুর কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আবু মোঃ রেজাউল করিম, রাজবাড়ী সরকারী কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর ফকরুজ্জামান মুকুট, জেলা প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক মোঃ ইকবাল হোসেন, রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিন, জেলা এনজিও ফেডারেশনের সভাপতি লুৎফর রহমান লাবু ও প্রবাস ফেরতদের কর্মীদের মধ্যে রোকশানা খাতুন বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা ও পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন ফরিদপুর ওয়েলফেয়ার সেন্টারের সহকারী পরিচালক মোঃ আশিক সিদ্দিকী।
 এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সূবর্ণা রানী সাহা, সাবেক জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ, ওয়েলফেয়ার সেন্টারের কাউন্সিলর দেবাশীষ বিশ^াস, প্রবীর কুমার সিংহসহ জেলার প্রত্যাগত অভিবাসী কর্মীগণ, স্থানীয় প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ, জনপ্রতিনিধিগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকগণ, সুশীল সমাজের প্রতিনিধিগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
 প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক(প্রশাসন ও উন্নয়ন) ও যুগ্মসচিব আরিফ আহমেদ খান বলেন, মাননীয় প্রধান মন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। পদ্মা সেতু যার বাস্তব উদাহরণ। আজ সেতু হওয়ার কারণে দেশের ঐ অঞ্চলের মানুষের সকল ক্ষেত্রে উন্নয়ন সাধিত হয়েছে। এখন দেশের অধিকাংশ মানুষ স্মার্ট ফোন ব্যবহার করে আধুনিক প্রযুক্তি সম্পর্কে তারা অনেক বেশী সচেতন। এই আধুনিক প্রযুক্তির যুগে যদি আমরা আমাদের প্রবাসে যেতে ইচ্ছুক রেমিটেন্স যোদ্ধাদের আধুনিক প্রশিক্ষণ দিয়ে প্রবাসে পাঠাতে না পারি সেটা আমাদের জন্য চরম ব্যর্থতা বলে আমি মনে করি। আজকে যেখানে শ্রীলংকা, ভারত, ফিলিপাইন, ইন্দোনেশিয়া তাদের প্রশিক্ষিত নাগরিকদের বিদেশে পাঠানোর কারণে তার আমাদের থেকে অনেক এগিয়ে গেছে। বিষয়টিকে উপলব্ধি করতে পেরে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের রেমিটেন্স যোদ্ধা প্রবাসীদের বিদেশে প্রেরণের আগে তার যাতে প্রশিক্ষণ নিয়ে নিজেদের দক্ষতা অর্জন করে বিদেশে যেতে পারে সেই লক্ষ্যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, যুব উন্নয়ন ও ভকেশনাল শিক্ষা ব্যবস্থা উন্নয়নে বিশেষ পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করে চলেছেন। আবার পাশাপশি যারা বিদেশ থেকে দেশে ফেরত এসে নিজেরা কিছু করতে চায় তাদের জন্য বিভিন্ন প্রশিক্ষণসহ কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন। 
 এছাড়াও তিনি তার বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের প্রবাসীদের জন্য বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন ও প্রবাস সংক্রান্ত  যে কোন ধরনের তথ্য ও সহযোগিতার জন্য টোল ও চার্জ ফ্রি ১৬১৩৫ নম্বরে যোগাযোগের আহবান জানান।
 সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, আজকে এই সেমিনারের মাধ্যমে প্রবাসী কল্যাণ ও  বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে কি কি কাজ করে, তাদের মাধ্যমে আমাদের প্রবাসীরা কি সুবিধা পেতে পারে সে সকল বিষয় সম্পর্কে আমরা জানতে পারলাম। আর এই সকল বিষয় আমরা আমাদেও যার যার জায়গা থেকে প্রচারের মাধ্যমে সকলকে জানালে আমাদের রাজবাড়ীর প্রবাসী ভায়েরা অনেক সুবিধা পাবে। বর্তমানে আমাদের দেশের থেকে শ্রীলংকা, ভারত, ফিলিপাইন, ইন্দোনেশিয়া প্রবাসীরা প্রশিক্ষত হওয়ার কারণে তারা যেখানে ম্যানেজার, ইঞ্জিনিয়ার, সুপারভাইজার হিসেবে অধিক বেতনের চাকুরী করছে সেখানে আমাদের দেশের প্রবাসীরা শ্রমিক হিসেবে অনেক কম বেতনে চাকুরী করছে। আমাদের রেমিটেন্স প্রবাহ বাড়াতে দক্ষ ও প্রশিক্ষিতদের প্রবাসে পাঠাতে হবে বলে তিনি উল্লেথ করেন।
 উল্লেখ্য, ওয়েলফেয়ার সেন্টার ফরিদপুর কার্যালয় এ প্রকল্পের মাধ্যমে এ পর্যন্ত ৩ হাজার ২শত ৩জনকে ওরিয়েন্টেশন, ২হাজার ৪৭ জনকে কাউন্সিলিং, ২হাজার ৮শত ৮৪ জনকে স্ক্রিনিং, ২হাজার ৮শত ৮৪ জনকে নিবন্ধিত, ৬শত ৬১ জন রেফারেন্স প্রদান ও ১শত ৩৩ জনকে অর্থ প্রদান করা হয়েছে বলে জানানো হয়।

 

 

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ