ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
গোয়ালন্দে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
  • মইনুল হক মৃধা
  • ২০২৪-০৪-০১ ১৬:৫৭:০২

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রাজবাড়ী জেলা অফিসের আয়োজনে গতকাল ১লা এপ্রিল দুপুরে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ সভা কক্ষে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
 গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে সভায় জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ আছিফুর রহমান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদুর রহমানসহ ব্যবসায়ীবৃন্দ প্রমুখ বক্তব্য রাখেন।
 এ সময় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে উপজেলা পর্যায়ে খাদ্য উৎপাদন, আমদানী, প্রক্রিয়াকরণ, মজুদ, সরবরাহ, বিপণন ও বিক্রি সংশ্লিষ্ট কার্যক্রম সমন্বয়ের মাধ্যমে নিয়ন্ত্রন করার পরিকল্পনা করা হয়। নিরাপদ খাদ্য ব্যবস্থাপনার বর্তমান পরিস্থিতি নিরুপন, নিরাপদ খাদ্য বিষয়ক সমস্যাসমূহ চিহ্নিতকরণ, চিহ্নিত স্থানীয় সমস্যা সমূহের অগ্রাধিকার নির্নয়, অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যমান সমস্যা দূরীকরণ, উপজেলায় নিরাপদ নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক জনসচেতনতা বৃদ্ধিতে প্রচারণা এবং সর্বোত্তম পন্থা অবলম্বন করে স্থানীয়ভাবে সমাধানের বিষয়গুলো তুলে ধরা হয়।

ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
আমরা সনাতনী যুবক সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
সর্বশেষ সংবাদ