ঢাকা বৃহস্পতিবার, জানুয়ারী ৮, ২০২৬
পাংশার কাচারীপাড়া ও চরঝিকড়ী ভাঙ্গুনী পাড়ায় ভেজাল দোজালা গুড়ের কারখানা!
  • মোক্তার হোসেন
  • ২০২৪-০৪-০১ ১৬:৫৭:৫৬

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউপির কাচারীপাড়ার একটি বিশাল বাঁশ বাগানের মধ্যে কামরুল মন্ডল ও মিন্টু বিশ্বাস এবং চরঝিকড়ী ভাঙ্গুনী পাড়ায় শাজাহান সরদার এলসির মাধ্যমে ভারত থেকে আমদানীকৃত চিনি ও গুড়ের গাদ মিশ্রিত কথিত গুড়ের সাথে দেশীয় নি¤œমানের ঝোল গুড়ের সংমিশণে ভেজাল দোজালা গুড় তৈরী করে টিনে ভরে দেদারছে ব্যবসা করছেন। দীর্ঘদিন ধরে চালু ভেজাল দোজালা গুড়ের কারখানা নিয়ে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে এলাকায়।
 গতকাল ১লা এপ্রিল দুপুরে সরেজমিন কামরুল মন্ডল, মিন্টু বিশ্বাস ও শাজাহান সরদারের দোজালা গুড়ের কারখানায় গেলে লোকজন জানায়, এলসির মাধ্যমে ভারত থেকে আমদানীকৃত চিনি ও গুড়ের গাদ মিশ্রিত গুড়ের সাথে দেশীয় নি¤œমানের ঝোল গুড়ের সংমিশণে ভেজাল দোজালা গুড় তৈরী করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে। পবিত্র রোজায় গুড়ের চাহিদার কারণে অসাধু ব্যবসায়ীরা ভেজাল দোজালা গুড় তৈরীতে ব্যস্ত হয়ে পড়েছে।
 সচেতন মহলের লোকজন জানায়, ভেজাল যে কোন জিনিসই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। শীতের সময় পিঠা-পায়েস চাহিদার কারণে অসাধু গুড় ব্যবসায়ীরা ভেজাল গুড় তৈরীর জন্য তৎপর হয়েছিল। বর্তমানে পবিত্র রোজায় গুড়ের চাহিদা বেড়েছে। এ সময়ও অসাধু গুড় ব্যবসায়ীদের তৎপরতা থেমে নেই।
 গতকাল ১লা এপ্রিল কাচারীপাড়া সড়কে গুড় ব্যবসায়ী মিন্টু বিশ্বাসের বাড়ীর পাশে ভারত থেকে আমদানীকৃত চিনি ও গুড়ের গাদ মিশ্রিত কথিত গুড়ের ট্রাক দেখা যায়। রাতের বেলায় ট্রাক থেকে গুড়ের টিন আনলোড করা হয়। এভাবে বিগত কয়েক মাস ধরেই চলছে দোজালা গুড়ের কারখানা।
 এদিকে, ভেজাল দোজালা গুড়ের একটি কারখানার মালিকের সহোদরসহ স্থানীয় অনেকেই কারখানা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

দৌলতদিয়ায় নবু খাঁন স্মৃতি ডাবল ফ্রিজকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বন্ধুত্ব একাদশ
 পাংশায় ভোক্তার অভিযানে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় জরিমানা
 কালুখালীতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
সর্বশেষ সংবাদ