ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রাজবাড়ীর মন্ত্রী-এমপি’র ১ম সাক্ষাৎ
  • ষ্টাফ রিপোর্টার
  • ২০২৪-০৪-০৫ ১৭:৪৮:০৩

গত ৭ই জানুয়ারী অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসন থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম ৫ম বারেরমত এবং রাজবাড়ী-১ আসন থেকে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব কাজী কেরামত আলী ৬ষ্ঠ বারেরমত সংসদ সদস্য নির্বাচিত হন।
 এরপর গত ১১ই জানুয়ারী মন্ত্রী হিসেবে শপথ নেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম। দায়িত্ব পান রেলপথ মন্ত্রণালয়ের। রাজবাড়ী জেলা থেকে পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে তিনিই প্রথম মন্ত্রিসভায় স্থান পান।  
 অপরদিকে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী মন্ত্রিসভায় ডাক না পেলেও গত ৭ই ফেব্রুয়ারী জাতীয় সংসদে তাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়।
 বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম রেলপথ মন্ত্রী নিযুক্ত হবার তিনি গত ১৮ই জানুয়ারী রাজবাড়ীতে দুই দিনের আসেন। ওইদিন দৌলতদিয়া ফেরী ঘাটে তাকে অভ্যর্থনা জানায় জেলা আওয়ামী লীগ। দৌলতদিয়া ঘাটে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ এবং রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের তাকে সংবর্ধনা দেওয়া হয়। মন্ত্রী নিযুক্ত হবার পর তিনি নিজ জেলা রাজবাড়ীতে ৬ষ্ঠ বার সফরে এসে বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছেন। কিন্তু মন্ত্রীর কোন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেখা যায়নি রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলীকে।     
 গতকাল ৫ই এপ্রিল রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম ৭ম বার রাজবাড়ী জেলায় সফরে আসেন। সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ে ‘হার পাওয়ার’ প্রকল্পের আওতায় ৭৫ জন নারী প্রশিক্ষণার্থীদের ল্যাপটপ বিতরণ করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম ও সম্মানিত বিশেষ অতিথি হিসেবে একই সভায় উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী। 
 মোঃ জিল্লুল হাকিম মন্ত্রী নিযুক্ত হবার পর এই প্রথম কোন অনুষ্ঠানে তারা দু’জন একত্রে অংশগ্রহণ করে পরস্পরের মুখোমুখি হন। সভা চলাকালীন সময়ে তাদের দু’জনকে একসাথে কথা বলতে দেখা গেছে।
 দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে রাজবাড়ী-১ আসনের দলীয় মনোনয়ন এবং রাজবাড়ী-২ আসনে মদদ দিয়ে বিদ্রোহী প্রার্থী দাঁড় করানোর বিষয়ে এই দুই নেতার মধ্যে দূরত্ব সৃষ্টি হয় বলে জনশ্রুতি রয়েছে। ৭ই জানুয়ারীর নির্বাচনের পর এই প্রথম তাদেরকে এক মঞ্চে দেখা গেল।             
 উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদে সদস্য থাকাকালে ২০১৮ সালের ২রা জানুয়ারী রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী প্রতিমন্ত্রী নিযুক্ত হয়ে ১বছর শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগে দায়িত্ব পালন করেন।

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ