রেলপথ মন্ত্রী ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম গতকাল ৬ই এপ্রিল সন্ধ্যায় পাংশা পৌর শহরের পারনারায়নপুরে তার বাসভবনে বিভিন্ন এতিমখানার ৫শতাধিক এতিম ছাত্রদের জন্য ইফতারের আয়োজন করেন। ইফতারের পূর্বে দোয়া অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম ও পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীসহ বিভিন্ন এতিমখানার শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হোগলাডাঙ্গী এম.আই কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মীর মোঃ আব্দুল বাতেন।