ঢাকা রবিবার, আগস্ট ৩১, ২০২৫
পাংশা পৌর কেন্দ্রীয় জামে মসজিদে রেলমন্ত্রীর উদ্যোগে ইফতার মাহফিল
  • মোক্তার হোসেন
  • ২০২৪-০৪-০৭ ১৫:৩৫:২১

প্রতি বছরের মতো এবারও গতকাল ৭ই এপ্রিল সন্ধ্যায় রেলপথ মন্ত্রী ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের উদ্যোগে পাংশা পৌর কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা করেন পাংশা শাহ জুই কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবু মুসা আশয়ারী ও পাংশা পৌর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মোঃ আব্দুল কুদ্দুস মোল্লা। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পাংশা শাহ জুই কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবু মুসা আশয়ারী।
 পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা পৌর কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি হাজী নুরুন্নবী, মসজিদ কমিটির সেক্রেটারী মোঃ খলিলুর রহমান বিশ্বাস, মসজিদ কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, শহিদ বিশ্বাস, সাংবাদিক মোক্তার হোসেন, মসজিদ কমিটির সদস্যবৃন্দ, মসজিদের মুসল্লিসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।

বৃহস্পতিবারের মধ্যে নুরু পাগলার কবর নিচু না করলে  শুক্রবার বিক্ষোভে মার্চ ফর গোয়ালন্দের তারিখ ঘোষণা
 ভিপি নূরের ওপর ন্যাক্কারজনক হামলার ঘটনায় রাজবাড়ীতে এনসিপির বিক্ষোভ
গোয়ালন্দে পদ্মা নদীতে অভিযানে জব্দকৃত অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস
সর্বশেষ সংবাদ