রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নে গতকাল ৭ই এপ্রিল সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে ৭৭৮জন অতিদরিদ্র, অসহায় ও দুঃস্থ পরিবারকে সহায়তা হিসেবে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে ভিজিএফ চাল বিতরণ করেন ও বক্তব্য রাখেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
রাজবাড়ী সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খানগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শরিফুর রহমান সোহান।
এ সময় খানগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি(ভারপ্রাপ্ত) মোঃ জয়দেব কুমার সাহা, সাধারণ সম্পাদক আবু নাসির, দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার শাহিনুর রহমান, ইউনিয়ন পরিষদ সচিব এনামুল হাসান, ইউপি সদস্য, গ্রামপুলিশবৃন্দ উপস্থিত ছিলেন।