ঢাকা রবিবার, মে ৫, ২০২৪
রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত
  • সুজন বিষ্ণু
  • ২০২৪-০৪-১২ ১২:১১:৫৮

রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে গতকাল ১১ই এপ্রিল পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।
 পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজবাড়ী শহরের শহীদ খুশি রেলওয়ে ঈদগাহ ময়দানে সকাল ৮টায় ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়।
 প্রতিবারের মতো এবারও প্রধান ঈদ জামায়াতে অংশ নেয় কয়েক হাজার মানুষ। এ কারণে ঈদগাহে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। একই জামায়াতে পূর্বের ন্যায় মহিলারা পৃথকভাবে ঈদের নামাজ আদায় করেন।
 নামাজ শুরুর পূর্বে রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান শুভেচ্ছা বক্তব্য রাখেন। এছাড়া রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু বক্তব্য রাখেন।
 প্রধান ঈদ জামায়াতে জনপ্রতিনিধি, জেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ নামাজ অংশগ্রহণ করে।
 প্রধান ঈদ জামায়াতে ইমামতি করেন রাজবাড়ী জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম ও খতিব মাওলানা আবু সাঈদ ত্যাইয়াবী।
 নামাজ শেষে মোনাজাতে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। পরে মুসুল্লিরা পরস্পর কোলাকুলি মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
 অপরদিকে রাজবাড়ী শহরের ৩নং বেড়াডাঙ্গা জামে মসজিদে সকাল ৮টা ১০মিনিটে অনুষ্ঠিত পবিত্র ঈদুল ফিতরের জামায়াতে প্রথম বারেরমত পৃথক ব্যবস্থায় মহিলারাও অংশগ্রহণ করেন।

রাজবাড়ী-ঢাকা-ভাঙ্গা রুটে দুই জোড়া নতুন ট্রেন উদ্বোধন আজ
রাজবাড়ীতে শুদ্ধ আবৃত্তি চর্চার কেন্দ্র কাব্যগৃহ’র আত্মপ্রকাশ
ক্যারিয়ার ক্লাব অব রাজবাড়ীর ৩য় ক্যারিয়ার ফেস্ট অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ