ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতা: রাজবাড়ীতে জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৪-০৪-১৮ ১৭:৪৭:৩২

রাজবাড়ীতে জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১৮ই এপ্রিল বিকাল সাড়ে ৩টায় কালেক্টরেটের সম্মেলন কক্ষে জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতা-২০২৪ উপলক্ষ্যে জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
 সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান।
 এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব, শিক্ষা ও আইসিটি) জয়ন্তী রূপা রায়, জেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, সহকারী কমিশনার(শিক্ষা শাখা) মোহাঃ জাহাঙ্গীর আলম বাবু, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ আহমেদ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট(আইসিটি শাখা) মোঃ পলাশ উদ্দিন, রাজবাড়ী সরকারী কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আশরাফ হোসেন খান, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ আব্দুল গাফফার, শ্রীপুর লজ্জাতুন্নেছা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ হেমায়েত উদ্দিন, রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মোঃ মনজুরুল হক, ইয়াসিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসেন, রাজবাড়ী মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার তাহমিদা খানমসহ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
 জানা গেছে, এবার রাজবাড়ী জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতা রাজবাড়ীর শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আগামী ২৮শে এপ্রিল অনুষ্ঠিত হবে।

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ